জনগণের কাছ দান প্রার্থনা করল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩ অক্টোবর '২২):- মানব কল্যাণ মূলক কাজ চালাবার জন্য জনগণের কাছে এবার দানের আহ্বান জানাল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)।

আজ সংস্থার কার্যালয়ে বসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর কর্ণধার কালিদাস কর্মকার জানিয়েছেন (Kalidas Karmakar), "গত এক পক্ষকালের মধ্যে আমরা দু'দুটো কাজ সফল করতে পেরেছি। এই পরিসরে গত ২৫ সেপ্টেম্বর মহালয়ার পুণ্য তিথিতে হাওড়া জেলার শিবপুর অঞ্চলের 'বি গার্ডেন'-এর গঙ্গা তীরবর্তী ৮০ জন অতিদুস্থ নরনারী ও শিশুদের হাতে যেমন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে, তেমনই গতকাল মহাসপ্তমী-র পুণ্য লগ্নে উত্তর ২৪ পরগনার চণ্ডীপুর পঞ্চায়েতের 'উঁচুপোতা' গ্রামের দেড় শতাধিক মানুষের হাতে দুপুরের আহার সমেত নতুন পোশাকও তুলে দেওয়া হয়েছে।"

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শ্রী কর্মকার পশ্চিমবঙ্গে বসবাসকারী সাধারণ নাগরিকদের কাছে 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-কে আর্থিক ভাবে সহযোগিতা করার আহ্বানও জানিয়েছেন।
সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে বার্তা দিতে গিয়ে কালিদাস কর্মকার জানিয়েছেন, "যিনি বা যাঁরা আমাদের সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করবেন তাঁরা দান করা অর্থের সমপরিমাণ আয়করেও ছাড় পাবেন।"

'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর তরফ থেকে জানানো হয়েছে, "যে কোনো ব্যক্তি নিম্নলিখিত পদাধিকারীদের সাথে সাক্ষাত করে সংস্থার উদ্দেশ্যে দান করতে পারেন।
কালিদাস কর্মকার : +৯১ ৯৪৩২০ ৭৮৫৮৩
(Kalidas Karmakar : +91 94320 78583)
সৌম্য দলুই : +৯১ ৭৯৮০৫ ২৩৮২১
(Soumya Dolui : +91 79805 23821)
শম্ভুনাথ হেমব্রম : +৯১ ৬২৯৪৫ ০৮৯৬২
(Shambhu Nath Hembram :+91 62945 08962)
অথবা নীচে দেওয়া আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সরাসরি অর্থ প্রদান করতে পারেন।"
West Bengal Oxygen Foundation
A/C No. 17601 201 0000 970
IFSC Code : UBIN 0817601

Comments