কালীপুজো উপলক্ষ্যে বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২ প্রদান করবে হাইলাইট নিউজ এক্সপ্রেস


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৬ অক্টোবর '২২):- কালীপুজো উপলক্ষ্যে অন্যান্য বছরের মতো এই বছরেও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুজো আয়োজক সংস্থাগুলোকে 'বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২' (Viswa Sampriti Aalok Samman 2022) প্রদান করতে চলেছে 'হাইলাইট নিউজ এক্সপ্রেস' (Highlight News Express)।

এখনো পর্যন্ত যতদূর জানা গেছে এই বছর কালীপুজো উপলক্ষ্যে 'সেরার সেরা', 'শ্রেষ্ঠ প্রতিমা', 'শ্রেষ্ঠ মণ্ডপসজ্জা', 'শ্রেষ্ঠ আলোকসজ্জা', 'শ্রেষ্ঠ ভাবনা', 'সার্বিক প্রথম', 'সার্বিক দ্বিতীয়', 'শ্রেষ্ঠ পরিবেশবান্ধব', 'শ্রেষ্ঠ মানবিক', 'শ্রেষ্ঠ সমাজ-সংগঠন', 'শ্রেষ্ঠ শিল্পী', 'শ্রেষ্ঠ ব্যবস্থাপনা'-র মতো বারোটা পৃথক পৃথক ক্ষেত্রে পুরস্কার প্রদান করবে 'হাইলাইট নিউজ এক্সপ্রেস'।

'হাইলাইট নিউজ এক্সপ্রেস'-এর স্বত্বাধিকারী (Owner) রূপে ইন্দ্রাণী সেনগুপ্ত (Indrani Sengupta) জানিয়েছেন, "এই বছর আমাদের সংবাদ সংস্থা পাঁচ বছরে পদার্পণ করতে চলেছে। কোরোনা অতিমারীর কারণে বিগত দুবছর আমরা 'বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান' অনুষ্ঠানটা বন্ধ রেখেছিলাম, ফলতঃ এই বছর আমাদের পুজো পরিক্রমা তৃতীয় বছরে পদার্পণ করছে।"


'হাইলাইট নিউজ এক্সপ্রেস'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "পুজো পরিক্রমায় বরিষ্ঠ সাংবাদিক, নবাগত অভিনেতা - অভিনেত্রী, নৃত্যশিল্পী, চিকিৎসক, খেলোয়াড়, সমাজসেবক প্রমুখ সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গ বিচারক হিসেবে উপস্থিত থাকবেন। 'দীপাবলি'-র শেষে আগামী নভেম্বর মাসে মুক্ত মঞ্চে অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রাপকদের পুরস্কার প্রদানের পাশাপাশি একই মঞ্চ থেকে গুণীজনদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হবে।"

Comments