'২২-'২৩ বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা হয়েছে ২০৯.৩ কোটি টাকা : চন্দ্রশেখর ঘোষ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৮ অক্টোবর '২২):- "বর্তমান বিত্তবর্ষের  দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা হয়েছে ২০৯.৩ কোটি টাকা," বলে আজ ঘোষণা করলেন 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'(Bandhan Bank Limited)-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Founder, M.D., C.E.O.) চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh)।

আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে 'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর মুখ্য বিত্ত আধিকারিক (Chief Finance Officer) সুনীল সামদানি (Sunil Samdani)-কে সাথে নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে শ্রী ঘোষ জানান, "৩০ সেপ্টেম্বর '২২ পর্যন্ত প্রাপ্ত সমস্ত তথ্যানুযায়ী বর্তমান বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্ক লিমিটেড-এর মুনাফা হয়েছে ২০৯.৩ কোটি টাকা।
এই সময় কাল পর্যন্ত ব্যাঙ্কের মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বর্তমান বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ১৯.৫ শতাংশ বেড়ে হয়েছে ১,৯৫,২০০ কোটি টাকা।
আমানতের পরিমান গত বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বর্তমান বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ২১.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৯,৩৬৫ কোটি টাকা।"

একনজরে বর্তমান বিত্তবর্ষে বন্ধন ব্যাঙ্ক-এর সংক্ষিপ্ত তথ্যপঞ্জি :-

👉 গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট আমানতের পরিমান ২১.৩ শতাংশ বেড়ে হয়েছে ৯৯,৩৬৫ কোটি টাকা।
👉 গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ১৮ শতাংশ বেড়ে হয়েছে ৯৫,৮৩৫ কোটি টাকা।
👉 গত অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) বৃদ্ধি হয়েছে ১১ শতাংশ।
👉 কাসা অনুপাত রয়েছে ৪০.৮ শতাংশে।
👉 মোট আমানত-এর মধ্যে রিটেল ব্যবসার অনুপাত ৭৪ শতাংশ।
👉 ৩০ সেপ্টেম্বর ২০২২পর্যন্ত ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা ২.৭৭ কোটি।

বন্ধন ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে :-

"৩০ সেপ্টেম্বর '২২ পর্যন্ত ব্যাঙ্কের খুচরো আমানত (Retail Deposit) উল্লেখজনক ভাবে বৃদ্ধি পেয়েছে , গত বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায়বর্তমান বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৭% শতাংশ বৃদ্ধি পেয়ে তা হয়েছে ৭৩,৬৬০ কোটি টাকা।
গত বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় কাসা (Current Account Savings Account) ১১শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪০.৮ শতাংশ। গত বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায়বর্তমান বিত্তবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৫,৮৩৫ কোটি টাকা।
'বন্ধন ব্যাঙ্ক লিমিটেড'-এর বর্তমান ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (CAR) ১৯.৪%।"

যে কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও। বন্ধন ব্যাঙ্কে প্রদত্ত তথ্যানুযায়ী সিএআর অনুপাত নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি রয়েছে।


Comments