হাওড়া রত্ন ও হাওড়া শ্রী প্রদান করল গীতাঞ্জলি


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩০ অক্টোবর '২২):- গতকাল সন্ধ্যায় হাওড়ার শরৎ সদন-এ 'হাওড়া রত্ন' (Howrah Ratna) এবং 'হাওড়া শ্রী' (Howrah Shree) সন্মান প্রদান করল রাজ্যের অন্যতম বেসরকারী সংগঠন 'গীতাঞ্জলি' (Gitanjali)।

গতকাল সন্ধ্যায় হাওড়ার বিধায়ক গৌতম চক্রবর্তী এবং হাওড়া পৌরসভা-র পৌরপ্রধান ডাঃ সুজয় চক্রবর্তী-র উপস্থিতিতে প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় (Shasthipada Chattopadhyay) এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ রায় (Arup Roy)-কে 'হাওড়া রত্ন' পুরস্কারের সাথে সাথে সাংবাদিক রবীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় (Rabindra Mohan Bandyopadhyay) ও হাওড়ার উপ আরক্ষাধিক্ষক (Dy.S.P, Howrah) দ্যূতিমান ভট্টাচার্য (Dyutiman Bhattacharyay)-কে 'হাওড়া শ্রী' সম্মান প্রদান করা হয়।

'হাওড়া রত্ন' ও 'হাওড়া শ্রী' পুরস্কার প্রদানের পাশাপাশি 'গীতাঞ্জলি' গতকাল সন্ধ্যায় কমনওয়েলথ গেমসের সোনা জয়ী অচিন্ত শিউলি (Acinta Shiuli), চিত্র শিল্পী রঞ্জন কুর্মী (Ranjan Kurmi) কেও নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করে।
অনুষ্ঠানের অঙ্গ রূপে হাওড়ার শ্রমজীবী হাসপাতাল, সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন ও হাওড়ার বুড়িমার পরিবারকে বিশেষ সম্মান জানানো হয়।

'গীতাঞ্জলি'-র পক্ষ থেকে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুব্রত সিনহা জানান, "সমাজের বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত বরেণ্য ব্যক্তিদের সম্মান জানাতে পেরে আমরা আপ্লুত।"

Comments