স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াবার লক্ষ্যে স্বেচ্ছাসেবী দল গড়ল নারায়ণা সুপারস্পেশালিটি হসপিটাল হাওড়া


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৯ অক্টোবর '২২):-স্তন ক্যানসার (Breast Cancer) সম্পর্কে সচেতনতা বাড়াবার লক্ষ্যে স্বেচ্ছাসেবী দল (Breast Cancer Volunteers Team) গড়ল 'নারায়ণা সুপারস্পেশালিটি হসপিটাল হাওড়া' (Narayana Superspeciality Hospital, Howrah)।
আজ সাংবাদিকদের উপস্থিতিতে হাসপাতালের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী দলের নাম ঘোষণা করেন সংস্থার কনসালট্যান্ট, ব্রেস্ট সার্জিক্যাল ওঙ্কোলজিস্ট (Consultant, Breast Surgical Oncologist) ডাঃ নেহা চৌধুরী (Dr. Neha Choudhary)।
স্বেচ্ছাসেবী দলের নাম ঘোষনা করে ডাঃ নেহা চৌধুরী জানান, "স্তন ক্যানসার সম্পর্কিত সমস্ত আধুনিক তথ্য দিয়ে এঁদের সমৃদ্ধ করা হবে। তথ্য সমৃদ্ধ হয়ে এঁরা নিজস্ব অঞ্চলের জনগণকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করবেন এবং সচেতন জনগণের মধ্যে থেকেই নতুন স্বেচ্ছাসেবী দল তৈরী করবেন।"

স্তন ক্যানসার সচেতনতা মাস (Breast Cancer Awareness Month) উপলক্ষ্যে 'নারায়ণা সুপারস্পেশালিটি হসপিটাল, হাওড়া' আজ হাসপাতালের কনফারেন্স রুমে ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠা রোগী ও তাঁদের পরিবারবর্গের পাশাপাশি সাংবাদিকদেরও আমন্ত্রণ জানিয়েছিল তাদের ঘোষিত কর্মসূচি গোলাপী যুদ্ধে সামিল হওয়া (Join the Pink Fight)-র জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ অগ্রগতি হওয়ার ফলে এই মুহুর্তে ক্যানসার হলেও আধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকা গেলে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণা হেল্থ (Narayana Health)-এর পূর্ব ও দক্ষিণ-এর সিওও (Chief Operating Officer, East & South Region) আর বেঙ্কটেশ (R.Venkatesh), নারায়ণা সুপারস্পেশালিটি হসপিটাল, হাওড়া-র ফেসিলিটি ডিরেক্টর অসীম কুমার (Asim Kumar, Facility Director), হাসপাতালের অন্যতম ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ এম ভি চন্দ্রকান্ত (Dr. M.V.Chandrakanth), ডাঃ সুমন মল্লিক (Dr. Suman Mallick), প্রাক্তন মিস ইণ্ডিয়া ইউনিভার্স (Former Miss India Universe) উষসী সেনগুপ্ত (Ms. Ushoshi Sengupta), সোমা চ্যাটার্জি সহ আরো অনেকে।

Comments