চেতনা নাট্যদলের উদ্যোগে ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে নাট্যোৎসব


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৮ অক্টোবর '২২):- 'চেতনা নাট্যদল'-এর উদ্যোগে ১৮ নভেম্বর থেকে কোলকাতায় শুরু হচ্ছে নাট্যোৎসব।

গতকাল কোলকাতায় সংস্কৃতি জগতের উজ্জ্বল মুখ দেবশঙ্কর হালদার, শুভাশিস মুখার্জি, বিক্রম দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার কর্ণধার অরুণ মুখোপাধ্যায় জানিয়েছেন, "৫০ বছর আগে 'মারীচ সংবাদ' নাটকের মাধ্যমে পথ চলা শুরু করেছিল 'চেতনা নাট্যদল'। সেই গৌরবময় মুহুর্তকে স্মরণ করার উদ্দেশ্যে 'বিক্রম দাশগুপ্ত ফাউণ্ডেশন'-এর সহযোগিতায় কোলকাতায় শুরু হচ্ছে ছয় দিনের এক নাট্যোৎসব।

১৮ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এই নাট্যোৎসবে নাট্যামোদী জনগণ 'চেতনা নাট্যদল'-এর বেশ কিছু নাটক নতুন করে দেখতে পারবেন।" 

জেনে রাখা ভালো, অর্ধশতাব্দী অতিক্রান্ত 'চেতনা নাট্যদল'-এর ঝোলায় রয়েছে ৪০এর বেশি সফল পূর্ণাঙ্গ নাটক ও ১২ টা ছোটো নাটক-এর অভিজ্ঞতা।


Comments