এইচ এন এক্সপ্রেস পরিচালিত 'বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২' থেকে তিনটে সম্মান পেল বারাসাত


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ অক্টোবর '২২):- 'এইচ এন এক্সপ্রেস' (H N Express) পরিচালিত এবছরের 'বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২' (Viswa Sampritee Aalok Samman 2022) থেকে তিনটে সম্মান পেল বারাসাত।
সংবাদ সংস্থা 'এইচ এন এক্সপ্রেস'-এর প্রদত্ত তথ্য অনুযায়ী এইবছর বারাসাত শহর থেকে সার্বিক প্রথম হয়েছে 'শতদল', সার্বিক দ্বিতীয় হয়েছে 'নবপল্লী সর্বজনীন' এবং সেরা পরিবেশ বান্ধব পুজোর স্বীকৃতি আদায় করেছে 'তরুছায়া'।
বলে রাখা ভালো, শতদলের মাতৃ আরাধনা এই বছর ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে, 'স্বপ্ন সুন্দর প্রকৃতির প্রত্যাশা'-কে ভাবনায় রেখে এবার মণ্ডপ সাজিয়েছে শতদল।


নবপল্লী অ্যাসোসিয়েশন আয়োজিত নবপল্লী সর্বজনীন-এর এই বছরের ভাবনা ছিল 'কেদারনাথ'। ৪৩ তম বর্ষের মাতৃ আরাধনা করছে বারাসাতের অন্যতম সেরা এই পুজো আয়োজক সংস্থা।
'দৃষ্টিকোণ' ভাবনা নিয়ে এবার মণ্ডপসজ্জা করেছে তরুছায়া। তরুছায়ার মাতৃ বন্দনা এবার ৫৩ তম বর্ষে পদার্পণ করল।

বারাসাত ও মধ্যমগ্রাম থানার অধীন পুজোগুলোকে নিয়েই এই বছর 'বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০২২' আয়োজন করেছিল 'এইচ এন এক্সপ্রেস'।
গত ২৩ অক্টোবর পুজো পরিক্রমায় বেরিয়েছিল 'এইচ এন এক্সপ্রেস'। 'এইচ এন এক্সপ্রেস'-এর বিচারকদের মতানুয়ায়ী মধ্যমগ্রামের যে সকল পুজো আয়োজক বিভিন্ন বিভাগে এবার সম্মানিত হলো, একনজরে তারা হলো -

সেরার সেরা : পূর্বাশা যুব পরিষদ
সেরা প্রতিমা : রবীন্দ্রপল্লী এ্যথলেটিক ক্লাব
সেরা মণ্ডপসজ্জা : উদয়রাজপুর মেঘদূত শক্তি সংঘ 
সেরা আলোকসজ্জা : চন্ডীগড় ইউনাইটেড এ্যথলেটিক ক্লাব
সেরা ভাবনা : নবীন সংঘ
সেরা মানবিক : বসুনগর প্রতাপ সংঘ
সেরা সমাজ-সংগঠন : নিবেদিতা সরণি শ্যামাপূজা কমিটি
সেরা সম্প্রীতি : ন'পাড়া ক্ষুদিরামপল্লী
সেরা ব্যবস্থাপনা : বিধানপল্লী সার্বজনীন শ্যামাপূজা কমিটি
সেরা নারী শক্তি : আমরা সবাই মহিলা সমিতি

'এইচ এন এক্সপ্রেস'-এর তরফ থেকে স্বত্বাধিকারী ইন্দ্রাণী সেনগুপ্ত জানিয়েছেন, "আগামী নভেম্বর মাসে খোলা মঞ্চ থেকে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপক পুজো সংগঠকদের সম্মানিত করা হবে।" 

Comments