শ্যামনগরে ভারতীয় জনতা পার্টি-র দলীয় পুস্তক প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন


নিজস্ব প্রতিনিধি 

কোলকাতা (২ অক্টোবর '২২):- বাঙালীর শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব 'দুর্গাপুজো'-কে কেন্দ্র করে 'ভারতীয় জনতা পার্টি'-র পশ্চিমবঙ্গ রাজ্য শাখা (BJP, West Bengal) যখন বিধাননগরের 'ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার' (Eastern Zonal Cultural Centre, Bidhannagar)-এ দলগত ভাবে দুর্গাপুজো (Worship of Goddess Durga)-র আয়োজন করেছে, ঠিক তখন 'ভারতীয় জনতা পার্টি'-র উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট গোপালপুর মণ্ডল ২ (Division 2, Rajarhat Gopalpur, North 24 Pgs.)-এর উদ্যোগে গতকাল সন্ধ্যায় জনসংযোগ সাধন ও দলীয় মতাদর্শ জনগণের মাঝে প্রচার করার জন্য শ্যামনগর রোড সংলগ্ন 'দাস ভিলা'র কাছে এক পুস্তক প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।


সংশ্লিষ্ট বিধানসভার ভারপ্রাপ্ত পদাধিকারী ডলি গুহ, 'রাজারহাট গোপালপুর ২ মণ্ডল'- এর সভাপতি সুরজিৎ সুর, সহ সভাপতি স্বপন রায় চৌধুরী, সাধারণ সম্পাদিকা বেবি দোলুই, সাধারণ সম্পাদক নিতাই শীল, ভারপ্রাপ্ত পদাধিকারী জয়দীপ সাহা এবং স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন উত্তর শহরতলী জেলার সভাপতি অরিজিত বক্সী।

সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, "আগামী ৪ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চলবে"।





Comments