শারদ সেরা শিরোপা ২০২২ সম্মানে ভূষিত হলো কোলকাতা ও জেলার ১০ সেরা পুজো


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৪ অক্টোবর '২২):- 'ফ্রেণ্ডস মিডিয়া এন্টারটেনমেন্ট' (Friendzz Media Entertainment) এবং 'ইনার আই পিআর' (Inner Eye PR) আয়োজিত এ বছরের 'শারদ সেরা শিরোপা ২০২২' (Sharod Sera Shiropa 2022) সম্মানে ভূষিত হলো কোলকাতা ও জেলার ১০টা সেরা পুজো।
১০ টা পৃথক পুজো সংগঠক, ভিন্ন ভিন্ন ১০ টা বিভাগে সেরা হওয়ার স্বীকৃতি আদায়ে সমর্থ হয়েছে।

'ইনার আই পিআর' সংস্থার তরফ থেকে স্বস্তিকা রায় (Swastika Roy) জানিয়েছেন, "এই বছর বিচারকদের রায় অনুসারে ১) 'শিল্পীর মান শারদীয়ার শ্রেষ্ঠ সম্মান' খ্যাতি পেয়ে সম্মানিত হয়েছে 'বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ'।
২) 'শ্রেষ্ঠ পুজো'-র খ্যাতি অর্জন করেছে 'হরিদেবপুর আদর্শ সমিতি'।
৩) 'শ্রেষ্ঠ উপস্থাপনা'-র খ্যাতি অর্জন করেছে 'আলিপুর ৭৮ পল্লী'।
৪) 'শ্রেষ্ঠ মন্ডপ'-এর খ্যাতি অর্জন করেছে 'আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি'।


৫) 'শ্রেষ্ঠ প্রতিমা'-র আখ্যা পেয়েছে উত্তর ২৪ পরগনার বরানগরের 'ন-পাড়া দাদাভাই সঙ্ঘ'। 
৬) 'শ্রেষ্ঠ আলোকসজ্জা'-র আখ্যা পেয়েছে 'চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি'।
৭) 'শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পুজো'-র খ্যাতি অর্জন করেছে 'পল্লী উন্নয়ন সমিতি'। 
৮) 'বাংলার সংস্কৃতি' আখ্যায় ভূষিত হয়েছে 'দমদম তরুণ দল দুর্গাপুজো'। 


৯) 'শ্রেষ্ঠ ব্যবস্থাপনা'-এর আখ্যা পেয়েছে 'হাজরা পার্ক দুর্গাপুজো'। 
১০) 'সমাজ সচেতনতা' আখ্যায় আখ্যায়িত হয়েছে 'রাজডাঙা নব উদয় সঙ্ঘ'।"

Comments