ভলিবলের শ্রীবৃদ্ধির জন্য দেশের সর্বস্তরের যোগদান প্রয়োজন : পাটোদিয়া


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৪ অক্টোবর '২২):- "ভলিবলের শ্রীবৃদ্ধির জন্য দেশের সর্বস্তরের যোগদান প্রয়োজন," বলে নিজের অভিমত প্রকাশ করেন 'কোলকাতা থাণ্ডারবোল্টস' (Kolkata Thunderbolts)-এর অধ্যক্ষ তথা অন্যতম মালিক (Chairman & Co-Owner) পবনকুমার পাটোদিয়া (Pawan Kumar Patodia)।

গতকাল সন্ধ্যায় কোলকাতার ই এম বাইপাস সংলগ্ন এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক সম্মেলন করে শ্রী পাটোদিয়া আরো বলেন, "ভলিবলের সার্বিক প্রসারের লক্ষ্যে যতদূর যাওয়ার দরকার আমি ততদূর যেতে প্রস্তুত।"

প্রসঙ্গত উল্লেখ্য, 'এ টোয়েন্টিথ্রী'-র পৃষ্ঠপোষকতায় (Powerd by A23) কোলকাতায় দ্বিতীয় বার (2nd Edition)-এর জন্য হতে চলেছে 'রুপে প্রাইম ভলিবল লিগ' (RuPay Prime Volleyball League)।
এই বছর অনুষ্ঠিতব্য 'রুপে প্রাইম ভলিবল লিগ'-এ যে আটটা দল অংশগ্রহণ করবে গতকাল কোলকাতায় নিলামের মাধ্যমে সেই সব দলের খেলোয়ার চয়ন হয়ে গেল।
এই বছর 'রুপে প্রাইম ভলিবল লিগ'-এ যে আটটা দল অংশগ্রহণ করবে তারা হল, 'কালিকট হিরোজ', 'কোচি ব্লু স্পাইকার্স', 'আহমেদাবাদ ডিফেণ্ডার্স', 'হায়দরাবাদ ব্ল্যাক হকস', 'চেন্নাই ব্লিটজ', 'বেঙ্গালুরু টর্পেডোজ', 'মুম্বাই মেটার্স' এবং 'কোলকাতা থাণ্ডারবোল্টস'।

গতকাল খেলোয়াড় নিলামের শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পবনকুমার পাটোদিয়া নিজেকে প্রয়াত জগমোহন ডালমিয়া-র সাথে তুলনা করে বলেন, "অবাঙালী শিল্পপতি হওয়ার পরেও ডালমিয়া যেমন 'সিএবি' সহ বিশ্ব ক্রিকেটকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, আমিও সেভাবে ভারতীয় ভলিবলকে দেশে ও বিদেশে এক নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।"




Comments