শ্রেষ্ঠ পুজোর তকমা পেল কোলকাতার ১৯ টা পুজো


 হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১ অক্টোবর '২২):- মহাষষ্ঠী-র পবিত্র মুহুর্তে 'এ এন প্রোডাকশন' (A N Production) ও 'রাজীব প্রোডাকশন' (Rajeev Production)-এর যৌথ উদ্যোগে এবং 'ইনার আই জনসম্পর্ক' (Ener Eye Public Relations) সংস্থার সহযোগিতায় বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বর নিরিখে আজ কোলকাতার ১৯ টা পুজোকে সম্মানজনক 'শারদ সম্মান ২০২২' (Sharad Samman 2022) প্রদান করা হল।

'ইনার আই' সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "এই বছর সর্বোমোট ১৯ টা পুজো আয়োজক সংগঠনকে সম্মানিত করা হয়েছে। উল্লেখযোগ্য যে যে পুজো আয়োজকরা এবার সম্মানিত হয়েছে তারা হল, 'পল্লীর যুবকবৃন্দ', 'প্রফুল্ল কানন বালকবৃন্দ (ইস্ট)', 'বিবেকানন্দ সর্বজনীন', 'ইয়ং মেনস স্পোর্টিং অ্যাসোসিয়েশন', 'শ্যামপুকুর সংঘতীর্থ দুর্গোৎসব সমিতি', 'শিমুলিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি', 'সিমলা ব্যায়াম সমিতি'। এছাড়া আরো বারোটি সংগঠনের পুজোকেও সম্মানিত করা হয়েছে।

পুজো সংগঠকদের হাতে আজ এই বছরের 'শারদ সম্মান ২০২২' তুলে দিয়েছেন রাজস্থানের রাজীব গোলচা। বিভিন্ন মণ্ডপে ঘুরে ঘুরে রাজীব গোলচা-কে উপযুক্ত সংগত করেছেন 'ইনার আই জনসম্পর্ক' সংস্থার অন্যতম কর্ণধার স্বস্তিকা রায়, সাংবাদিক দেবারতি ঘোষ এবং প্রণয় গুপ্তা।

Comments