ধর্মের নামে এবার ধর্ম ভাঙার খেলায় সামিল হলো পশ্চিমবঙ্গের অবাঙালী সমাজের একাংশ


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১ অক্টোবর '২২):- ধর্মের নামে এবার ধর্ম ভাঙার খেলায় সামিল হল পশ্চিমবঙ্গের অবাঙালী সমাজের একাংশ।

ভারতের যেকোনো প্রান্তের যেকোনো শাক্ত ধর্মগ্রন্থ হাতে ওঠালেই দেখা যায়, অকাল বোধনের পর রামচন্দ্র লঙ্কা জয় করতে পেরেছিলেন। কিন্তু কোথাও দেখা যায় না নবরাত্রির পঞ্চম দিনের মাথায় রামচন্দ্র রাবণ-কে বধ করতে সক্ষম হয়েছিলেন। বরং সারা ভারত এটাই জানে, নবরাত্রির আরাধনার শেষে দশমী তিথিতে অশুভের উপর শুভ শক্তির জয়ের স্মারক রূপে রাবণের কাঠপুতুল/কুশপুতুল জ্বালানো হয়।

প্রামাণ্য পুঁথিতে লেখা সমস্ত ঘটনা ও লোকাচারকে দূরে সরিয়ে রেখে পশ্চিমবঙ্গে দুর্গোৎসব শুরু হওয়ার আগেই এবার যেন বিসর্জনের বাজনা বাজিয়ে দিল 'ভারতীয় জনতা পার্টি'-র নয়ণের মনি তুল্য পশ্চিমবঙ্গের অবাঙালী সমাজের একাংশ।

আজ সন্ধ্যায় সল্টলেক-এর সেন্ট্রাল পার্ক (Central Park, Saltlake)-এ ৫০ ফুট লম্বা রাবণ (50 ft. tall Ravana) ও ৪০ ফুট লম্বা মেঘনাদ ও কুম্ভকর্ণ (40 ft. tall Meghnad & Kumvakarn)-এর কাঠপুতুল দাহ (Burn of Effigy) করে ধর্মানুষ্ঠান শুরুর আগেই যেন মিলিত ভাবে বিসর্জনের বাজনা বাজিয়ে দিল 'সল্টলেক সংস্কৃতিক সংসদ' (Saltlake Sanskritik Samsad) এবং 'সন্মার্গ' (Sanmarg)।


'সল্টলেক সংস্কৃতিক সংসদ' ও 'সন্মার্গ'-এর আয়োজনে হওয়া 'দশেরা' (Dussera) উৎসবে মুখ্য অতিথি (Chief Guest) রূপে উপস্থিত হয়ে রাবণের কাঠপুতুল-এ অগ্নিসংযোগ (Set Fire) করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দলপতি তথা বর্তমানে বিসিসিআই এর অধ্যক্ষ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'সল্টলেক সংস্কৃতিক সংসদ'-এর মার্গদর্শক ললিত বেরিওয়াল (Pathfinder, Lalit Beriwal) জানান, "বাৎসরিক দুর্গোৎসবের শেষ দিন যেমন বিজয়া দশমী, তেমনই অশুভ শক্তির উপর শুভ শক্তির জয় রূপে রাবণের কাঠপুতুল জ্বালানো হয়" (As Vijaya Dashami mark's the end of the annual Durga Puja Festival, Effigies of Ravana are burnt across the country to celebrate the victory of good over evil..)।
অন্যদিকে সংসদের অধ্যক্ষ প্রদীপ টোডি (President, Pradeep Todi) বলেন, "গত ১০ বছর ধরে আমরা এই অনুষ্ঠান করে আসছি। রাবণ, মেঘনাদ ও কুম্ভকর্ণের কাঠপুতুল জ্বালানোর পাশাপাশি আজ দেবী মায়ের মূর্তিও জলে বিসর্জন দেওয়া হবে।"

Comments