কোলকাতায় প্রথম বিক্রয়কেন্দ্র খুলল বি লাইভ

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৬ সেপ্টেম্বর '২২):- কোলকাতায় প্রথম বিক্রয়কেন্দ্র খুলল ব্যাটারি চালিত দ্বিচক্রযান বিক্রেতা সংস্থা 'বি লাইভ' (B Live)।
'সানগ্রিন পাওয়ার অ্যাণ্ড রিনিউয়েবল এনার্জি প্রাঃ লিঃ' (Sungreen Power & Renewable Energy Pvt. Ltd.)-এর সাথে গাঁটছড়া বেঁধে ফুলবাগান থানার সামনে এই বিক্রয়কেন্দ্রর আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো।

উদ্বোধনী মুহুর্তে মুখ্য অতিথি রূপে বিক্রয়কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রাক্তন মিস কোলকাতা (Former Miss Kolkata) লোপামুদ্রা মণ্ডল (Lopamudra Mondal), বি লাইভ-এর সহ প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Co-founder & COO of B Live) সন্দীপন মুখার্জি (Sandipan Mukherjee) এবং বিজয়কুমার পতোদিয়া (Vijoy Kumar Patodia) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


'বি লাইভ' এবং 'সানগ্রিন পাওয়ার অ্যাণ্ড রিনিউয়েবল এনার্জি প্রাঃ লিঃ'-এর পক্ষ থেকে যৌথভাবে জানানো হয়েছে, "২০ টার বেশি ভারতীয় কোম্পানির তৈরি ২ চাকার ইলেকট্রিক যানবাহন, ই-বাইক ইত্যাদি এই বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।"

পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়কারী এই দ্বিচক্রযানগুলো একবার চার্জ দিলে মডেল অনুযায়ী ৬০ থেকে ১৪০ কিলোমিটার পরিষেবা দিতে সক্ষম।
আগ্রহী ব্যক্তিরা ৫০ হাজার থেকে ৮৪ হাজার টাকার মধ্যে নানান কোম্পানীর নানান মডেলের দুইচাকার যান দেখতে ও কিনতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এই যান চালাবার জন্য যানের কোনো রেজিস্ট্রেশন প্রয়োজন হয় না।

Comments