শেষ হলো জয়ী স্টোরের দুদিনের শাড়ি মেলা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১০ সেপ্টেম্বর '২২):- পুজোর আগে সম্ভাব্য ক্রেতাদের সামনে নিজেদের পশরা মেলে ধরতে বালিগঞ্জ-এর বণ্ডেল রোড-এ অবস্থিত 'কলাভৃৎ'-এর ছোটো পরিসরে দুদিনের 'শাড়ি মেলা' শেষ করল ভবানীপুরের 'জয়ী স্টোর' (Joyee Store)।

গতকাল বেলা ১২.৩০ মিনিট নাগাদ শুরু হয়েছিল এই শাড়ি মেলা। গতকালের মতো আজও বেলা ১২.৩০ মিনিট থেকে রাত ৮ পর্যন্ত চলেছিল এই শাড়ি মেলা।


মেলা চলাকালীন দর্শক ও ক্রেতাদের ভীড় সামলাতে সামলাতে 'জয়ী স্টোর'-এর তরফ থেকে জয়িতা বিশ্বাস (Joyita Biswas) ও সিঞ্জিনী বিশ্বাস (Sinjini Biswas) একযোগে জানান, " স্থানীয় অঞ্চলের মহিলাদের দাবিমতো তসর, বেনারসি, কাঞ্জিভরম-এর মতো বিখ্যাত ও বহুশ্রুত ২০ রকমের ১ হাজারের বেশি শাড়ি নিয়ে ছোট্ট পরিসরে এই মেলা করা হল।
এই মেলায় ৪৫০ টাকা থেকে ২০ হাজার টাকার শাড়িগুলোই প্রদর্শন তথা বিক্রির জন্য আনা হয়েছিল। 
মেলায় আশানুরূপ সাড়াও পাওয়া গেছে।"

Comments