সি পি আর পদ্ধতি সাংবাদিকদের সামনে করে দেখালেন ডাঃ আফতাব খান


 হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৭ সেপ্টেম্বর '২২):- আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হৃদয় দিবস ( World Heart Day) এই দিনকে সামনে রেখে 'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস' (Apollo Multispeciality Hospitals) দেশজুড়ে 'ন্যাশনাল সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এওয়ারনেস উইক' (National Sudden Cardiac Arrest Awerness Weak) পালন করছে। এই অনুষ্ঠানের অঙ্গ রূপে আজ অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস-এর কোলকাতা শাখা (Kolkata Branch) সংবাদমাধ্যমের সামনে 'কার্ডিও পালমোনারি রিসাসিটেশন' (Cardio Pulmonary Resuscitation) সংক্ষেপে সিপিআর (CPR) দেওয়ার পদ্ধতি নিজের হাতে করে দেখাল।

হাসপাতালের হয়ে পুরো বিষয়টা কোলকাতা প্রেস ক্লাব-এর সদস্যদের চোখের সামনে করে দেখালেন হাসপাতালের 'কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট এবং ইলেক্ট্রো পালমোলজিস্ট' (Consultant Cardiologist & Electro Pulmonologist) ডাঃ আফতাব খান (Dr. Aftab Khan)।

Comments