এক্সাইড ক্রসিং ফুট ওভার ব্রিজ রূপে বাঙালীকে দুর্গাপুজোর উপহার দিল এক্সাইড

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৪ সেপ্টেম্বর '২২):- পশ্চিমবঙ্গ সরকার-এর নগরোন্নয়ন দফতরের মন্ত্রী (MIC, Dept. of Urban Development, Govt. of WB) এবং কোলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)-এর মহানাগরিক (Mayor) ফিরহাদ হাকিম ওরফে ববি (Firhad Hakim @ Boby)-র উদ্বোধনের মাধ্যমে 'আশুতোষ মুখার্জি রোড' (Ashutosh Mukherjee Road)-এর চৌরঙ্গী এ জে সি বোস রোড ক্রসিং বা 'এক্সাইড ক্রসিং'-এর কাছে খুলে গেল 'এক্সাইড ক্রসিং ফুট ওভার ব্রিজ' (Exide Crossing Foot Over Bridge)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে 'এক্সাইড ইণ্ডাস্ট্রীজ লিমিটেড' (Exide Industries Limited)-এর ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (M.D. & C.E.O.) সুবীর চক্রবর্তী (Subir Chakrabarty) জানান, "সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে 'বাণিজ্যিক সংস্থার সামাজিক দায়বদ্ধতা' (Corporate Social Responsibilities) খাতে প্রায় ৫ কোটি টাকা ( Approximate Rs. 5cr.) খরচ করে স্কুল পড়ুয়া শিশু, কিশোর-কিশোরী তথা বয়োবৃদ্ধ জনগণের সুবিধার লক্ষ্যে ৪২ ফুট লম্বা এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।"


'এক্সাইড ইণ্ডাস্ট্রীজ লিমিটেড'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "টিটাগড় ওয়াগনস লিমিটেড এই ফুট ওভার ব্রিজ নির্মাণ করেছে। আজ থেকে আগামী ৩০ বছর এই ফুট ওভার ব্রিজ-এর রক্ষণাবক্ষেণের সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে 'এক্সাইড ইণ্ডাস্ট্রীজ লিমিটেড'।"

'এক্সাইড ক্রসিং ফুট ওভার ব্রিজ'-এর উদ্বোধনী মঞ্চে মন্ত্রী তথা মহানাগরিক ফিরহাদ হাকিম-এর সাথে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন সাংসদ (M.P.) তথা 'কোলকাতা পৌরনিগম'-এর অধ্যক্ষ (Chairperson) মালা রায় (Mala Roy) সহ বরো ৮ এবং ৯-এর দুই অধ্যক্ষা চৈতালি চট্টোপাধ্যায় ও দেবলীনা বিশ্বাস সহ 'কোলকাতা পৌরনিগম'-এর ৭০ ও ৭১ নম্বর ওয়ার্ডের দুই পৌরপ্রতিনিধি।

Comments