দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল বাংলা কাহিনীচিত্র মাস্টারমশাই


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৬ সেপ্টেম্বর '২২):- দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল সৌরভ মুখোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে নির্মিত বাংলা সামাজিক কাহিনীচিত্র 'মাস্টারমশাই'।

শিবপ্রসাদ মণ্ডল প্রযোজিত, 'সানি প্রোডাকশন' নিবেদিত এবং অভীক রায় নির্দেশিত ছাত্র শিক্ষকের মনস্তত্ত্ব নির্ভর এই সামাজিক কাহিনীচিত্র ইতিমধ্যে লণ্ডন সহ বিদেশের বহু জায়গায় বিশেষ ভাবে চর্চিত হলেও চলচ্চিত্রমোদী বাঙালীরা আজ থেকে রাজ্যের সিনেমা হলে এই চলচ্চিত্র দেখতে পাবেন।

দুই ঘন্টার এই কাহিনীচিত্রে অভিনয় করেছেন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন, দেবদূত ঘোষ, পল্লব কীর্তনীয়া, গৌরীনাথ ব্যানার্জি, অমিত গাঙ্গুলী, উত্তম দত্ত, মৌমিতা চক্রবর্তী, সাগরিকা রায়, শিশুশিল্পী নীলাদ্রি ঘোষ সহ আরো অনেকে।


চলচ্চিত্রের নির্দেশক অভীক রায় আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানিয়েছেন, "উপযুক্ত গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে দশম শ্রেনীর এক অমনোযোগী ছাত্রের ধীরে ধীরে পড়াশোনা সহ জীবনের অন্যান্য দিকে মনোযোগী হয়ে ওঠার ঘটনাকে পাথেয় করেই এই কাহিনীচিত্রের এগিয়ে চলা।"

আজ শিক্ষাক্ষেত্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যখন ঘাঁটি গেড়ে বসেছে, সংবাদে চোখ রাখলেই যেখানে ছাত্র শিক্ষকের দ্বৈরথের ঘটনা আমাদের লজ্জায় লাল করে দেয়, ঠিক তখন এই কাহিনীচিত্র নিঃসন্দেহে বাংলা তথা বাঙালীর মননে এক নতুন বার্তা দিতে পারে।

অভীক রায়-এর নির্দেশনায় এটা তৃতীয় চলচ্চিত্র। আজ কোলকাতার এক সিনেমা হলে 'মাস্টারমশাই' দেখতে উপস্থিত হন বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জর্জ বেকার, অর্পিতা বেকার সহ একাধিক ব্যক্তি।

Comments