দুর্গাপুজো উপলক্ষ্যে শহর ও শহরতলির ৫ টা মণ্ডপের প্রধান কারিগরকে সম্মান জানাবে সিকা ইণ্ডিয়া


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৬ সেপ্টেম্বর '২২):- দুর্গাপুজো উপলক্ষ্যে এই বছর শহর ও শহরতলির ৫ টা পুজো মণ্ডপের প্রধান কারিগর (Head of the Artisans)-কে 'শ্রেষ্ঠ শারদ কারিগরী সম্মান' (Sreshtho Sharod Karigori Samman) জানাবে 'সিকা ইণ্ডিয়া' (Sika India)।


এরই ফলশ্রুতিতে আজ কোলকাতা (Kolkata)-র 'হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব' (Hatibagan Sarbajanin Durgatsav)-এর পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে দুর্গোৎসব আয়োজন সমিতির কার্যকরী সভাপতি (Working President) উজ্জ্বল চ্যাটার্জি (Ujjawal Chatterjee) ও সম্পাদক (Secretary) সজল পাল (Sajal Paul)-এর উপস্থিতিতে এই পুজো মণ্ডপের প্রধান কারিগর প্রশান্ত দে (Prasanta Dey, Head of the Artisan's)-র হাতে স্মারক ও কিছু উপহার তুলে দেওয়া হয়।

'সিকা ইণ্ডিয়া'-র পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, "এই বছর 'হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব' ছাড়াও 'এস বি পার্ক ঠাকুরপুকুর' (SB Park Thakurpukur), নতুন দল (Natun Dal), 'দমদম তরুণ দল' (Dumdum Tarun Dal), 'দমদম তরুণ সংঘ' (Dumdum Tarun Sangha) ও 'ভারত চক্র' (Bharat Chhakro) পুজো মণ্ডপ থেকেও একজন করে প্রধান শিল্পী/ কারিগরকে সম্মানিত করা হবে।"

বলে রাখা ভালো, 'সিকা ইণ্ডিয়া'-র তরফ থেকে জানানো হয়েছে, "আমরা শুধু প্রধান কারিগরকেই সম্মান জানাচ্ছি না। বরং প্রধান কারিগরের অভিভাবক-অভিভাবিকা, স্ত্রী সন্তান সহ পুরো পরিবারকেই পুজোর সময় কোলকাতার অন্ততঃ চার তারা হোটেলে একরাত্তির থাকা, খাওয়া এবং ঘুরিয়ে দেখানোর সুযোগ করে দেবে এই সংস্থা।" 

'হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব' এবার ৮৮ বছরে পদার্পণ করল। এই বছর এখানে 'বাংলার পটশিল্প'-কে ভাবনায় রেখে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে।

Comments