স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যাণ্ডারসন ক্লাবের ওয়াটার ব্যালে সারে জাঁহা সে অচ্ছা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ সেপ্টেম্বর '২২):- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে 'ইণ্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি' (Indian Life Saving Society) যা জনমানসে 'অ্যাণ্ডারসন ক্লাব' (Anderson Club) নামে সমধিক পরিচিত গতকাল সন্ধ্যায় আয়োজন করেছিল 'সারে জাঁহা সে অচ্ছা' (Saaray Jahan Se Achha) নামাঙ্কিত এক জল নৃত্যানুষ্ঠান (Water Ballet)।


জল নৃত্যানুষ্ঠান-এর পরিচালক শ্রীরঞ্জন সিনহা (Director Sriranjan Sinha) জানিয়েছেন, "আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটেও এই ব্যালে দেখা যাবে।"


জল নৃত্যানুষ্ঠান-এর অন্যতম শিল্পী সুমন্তিকা চৌধুরী (Participant, Sumantika Chaudhury) জানিয়েছেন, "স্বাধীনতা আন্দোলনের সমকালীন এক বিষয়কে নিয়ে রচিত হয়েছে এই জল নৃত্য। রাসবিহারী বসু-র মন্ত্রশিষ্য বসন্তকুমার বিশ্বাস-এর শেষ জীবনের কিছু ঘটনা এই জল নৃত্যর মূল বিষয়।
পুরুষ ও মহিলা সমেত ৪৫ জন নরনারী এই জল নৃত্যে অংশগ্রহণ করেছেন, মনোরঞ্জনের জন্য ১ ঘণ্টার এই জল নৃত্যানুষ্ঠানে ৭ টা দেশাত্মবোধক গানও সংযোজন করা হয়েছে।"

Comments