ঋতুস্রাব সম্পর্কিত স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে হুগলিতে পালিত হল দুই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মশালা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৯ সেপ্টেম্বর '২২):- স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে এলেও দেশ তথা রাজ্যের প্রান্তিক অঞ্চলের পরিবারগুলো এখনো 'ঋতুস্রাব' চলতি কথায় 'মাসিক' সম্পর্কে সমানভাবে অজ্ঞানতা জনিত অন্ধকারে কালাতিপাত করে চলেছে। দেশ তথা রাজ্যের আর্থসামাজিক পরিমণ্ডলের পিছিয়ে পরা সমাজের কিশোরী ও যুবতীদের 'ঋতুচক্র' সম্পর্কে প্রকৃত জ্ঞানদান তথা সচেতন করার উদ্দেশ্যে দুই স্বেচ্ছাসেবী সংস্থা 'মি অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস' (Me & my friends) এবং 'দ্য আর্ট অব লিভিং' (The art of living) যৌথভাবে হুগলি জেলার ভদ্রেশ্বর থানা এলাকার 'শাস্ত্রী হিন্দী হাইস্কুল'-এ সম্প্রতি ২ দিন ধরে চালাল এক সচেতনতামূলক কর্মশালা।

প্রসঙ্গত উল্লেখ্য, ঋতুচক্র চলাকালীন মহিলারা নিজেদের কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কীভাবে নিজেদের যৌন স্বাস্থ্য ঠিক রাখবেন সেই বিষয়ে সমগ্র বিশ্বে ২৮ মে (28 May) পালিত হয় (Observe as) 'মেনস্ট্রুয়াল হাইজিন ডে' (Menstrual Hygiene Day)।

দুই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একযোগে জানানো হয়েছে, "আধুনিকযুগে দাঁড়িয়ে আজও মেয়েদের মধ্যে 'মাসিক' বা 'ঋতুস্রাব' (Period/ Menstrual discharge) সম্পর্কিত নানান প্রচলিত ভ্রান্ত ধারণা সহ সাঙ্ঘাতিক রকমের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। সমীক্ষায় দেখা গেছে প্রায় ৩৫ কোটি ভারতীয় মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলা স্বচ্ছতার অধিকার থেকে বঞ্চিত। ঋতুচক্র সম্পর্কে সচেতনতার অভাবে এখনো তাঁরা অজ্ঞতা এবং কুসংস্কারের শিকার। এই কিশোরী/যুবতীদের ঋতুচক্র সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই কর্মশালা।"

কর্মশালা চলাকালীন 'দ্য আর্ট অব লিভিং'-এর তরফে আগত প্রশিক্ষিকা বন্দনা গর্গ (Bandana Garg) জানান, " সপ্তম থেকে দশম শ্রেণীর প্রায় ১৫০ জন ছাত্রীদের 'ঋতুচক্র সম্পর্কিত স্বচ্ছতা' বিষয়ে অবগত করানো হয়েছে এবং একইসঙ্গে যোগাসন, ধ্যান ইত্যাদি স্বাস্থ্যবিধিও শেখানো হয়েছে।"

অন্যদিকে 'মি অ্যান্ড মাই ফ্রেন্ডস'-এর প্রতিষ্ঠাতা কিষানকুমার আগরওয়াল (Kisan Kumar Agarwal) বলেন, "হুগলি জেলার অধীনে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি ইতিমধ্যে আমরা চিহ্নিত করছি। অদূর ভবিষ্যতে সেখানেও আমরা এই ধরনের সচেতনমূলক ওয়ার্কশপ করব।"

বিদ্যালয়ের তরফ থেকে সহকারী শিক্ষক অজয় ​​কুমার সিং (Ajoy Kumar Singh) জানিয়েছেন, " দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই ধরনের সচেতনতামূলক কর্মশালার ফলে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা খুবই উপকৃত হলো।"




Comments