মুক্তি পেল বাংলা মিউজিক ভিডিও ঢ্যাংকুড়াকুড় বাদ্যি বাজে


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৯ সেপ্টেম্বর '২২):- দুর্গাচতুর্থীর অপরাহ্নে আজ 'কোলকাতা প্রেস ক্লাব'-এ গীতিকার গৌতম সুস্মিত ও চিত্র পরিচালিকা রেশমি মিত্র সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুজোর গান রূপে মুক্তি পেল 'ঢ্যাংকুড়াকুড় বাদ্যি বাজে'।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মিউজিক ভিডিও-র সঙ্গীত পরিচালক বাপ্পা অরিন্দম (Music Director Bappa Aurindam) জানান, "আজ ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমে মুক্তি পাচ্ছে গীতিকার বেথুন বেরা (Lyricist Bethun Bera)-র কথায় এবং কণ্ঠশিল্পী সুমন কল্যাণ (Singer Suman Kalyan)-কণ্ঠে গীত 'ঢ্যাংকুড়াকুড় বাদ্যি বাজে'।"

সদ্য মুক্তিপ্রাপ্ত মিউজিক ভিডিও-তে গানের তালে অভিনয় করতেও দেখা যাবে গায়ক সহ রূপসা সাহা ও আরো অনেককে।

আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাপ্পা অরিন্দম আরো জানান, "বেহালা সখের বাজার অঞ্চলের 'মেজো বাড়ি'-তে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেও একটানা ২৬ ঘণ্টা ধরে এই মিউজিক ভিডিও-র দৃশ্যগ্রহণ করা হয়েছে। আশা করব এই গান শ্রোতাদের মন জয় করে নেবে।"

বলে রাখা ভালো, গায়ক সুমন কল্যাণ এর আগে বিভিন্ন মঞ্চে অনেক স্বনামধন্য শিল্পী গাওয়া গান গেয়ে শ্রোতাদের মনোরঞ্জন করে এলেও, 'ঢ্যাংকুড়াকুড় বাদ্যি বাজে' তাঁর নিজের গলায় গাওয়া প্রথম বাংলা গান। 

Comments