নোভা রিয়েলটাইম সলিউশনের উৎপাদন কেন্দ্রীক আলোচনা সভা

হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (২৮ সেপ্টেম্বর '২২):- গতকাল সন্ধ্যায় ই এম বাইপাস সংলগ্ন এক হোটেলে 'নোভা রিয়েলটাইম সলিউশন'-এর উদ্যোগে ও পরিচালনায় এবং সাংবাদিক ঋত্বিক মুখার্জি-র সঞ্চালনায় হয়ে গেল 'উন্নত উৎপাদন সম্ভাবনা-ধারণা ও প্রয়োগ' নামাঙ্কিত এক আলোচনা চক্র।

জাতীয় অর্থনীতির শ্রীবৃদ্ধি অনেকাংশে নির্ভর করে দেশের আভ্যন্তরীণ উৎপাদনের ওপর। ফলতঃ, 'উৎপাদন' এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রতিযোগিতা মূলক অর্থনৈতিক জগতে যে কোনো সংস্থার অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে উৎপাদন ক্ষেত্রে প্রতিনিয়ত নতুন নতুন ধারণার উদ্ভাবন এবং তার প্রয়োগের প্রয়োজন।

আয়োজক সংস্থা 'নোভা রিয়েলটাইম সলিউশন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "বিশেষজ্ঞদের আলোচনা ও মতামত উৎপাদন ক্ষেত্রের অনেকাংশে উন্নতি করতে পারে। সেই কারণে "উন্নত উৎপাদন উদ্ভাবন - ধারণা ও প্রয়োগ" নামাঙ্কিত এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।"

আলোচনায় অংশ নিয়েছিলেন অভীক গুপ্তা, বিজয় গুপ্তা , আনমোল সিং, আস্থা জালাল, রুবি ওরাঞ্জ সহ 'নোভা রিয়্যালটাইম সলিউশন'-এর দুই প্রতিষ্ঠাতা সুনীল গোয়েঙ্কা এবং সঞ্জয় কুমার।
আলোচনায় বক্তাগণ 'উৎপাদন' ক্ষেত্রে তাঁদের বিভিন্ন নতুন উদ্ভাবনের কথা জানান। সেই সঙ্গে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


Comments