অন্ত্যোদয় দিবসে প্রায় চার শতাধিক নরনারীর হাতে বস্ত্র তুলে দিল পঃ দীনদয়াল উপাধ্যায় বিচার সংঘ (পঃবঃ)

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৭ সেপ্টেম্বর '২২):- মহালয়ার পবিত্র মুহুর্তে 'অন্তোদয় দিবস' (Antyoday Diwas) উপলক্ষ্যে গত রবিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর প্রায় চার শতাধিক নরনারীর হাতে বস্ত্র তুলে দিল 'পঃ দীনদয়াল উপাধ্যায় বিচার সংঘ (পঃবঃ)' [Pt. Dindayal Uppadhyay Bichar Sangha (W.B.)]
জেনে রাখা ভালো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সাল থেকে পঃ দীনদয়াল উপাধ্যায়-এর জন্মদিবস উপলক্ষ্যে ২৫ সেপ্টেম্বর-কে 'অন্ত্যোদয় দিবস' হিসেবে ঘোষণা করা হয়।

এই বছর ২৫ সেপ্টেম্বর ছিল পিতৃপক্ষের শেষ দিন, পবিত্র তিথিতে পঃ দীনদয়াল উপাধ্যায়-এর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বর্ধমান জেলার গলিগ্রামের ষষ্ঠীতলায় (Shasthitala of Galigram, Burdwan) স্থানীয় এলাকার প্রায় ৪ শতাধিক নরনারীর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার সাথে সাথে পরিবেশ রক্ষার স্বার্থে বৃক্ষরোপণ (Plantation) ও সমাজের মঙ্গল বিধানের লক্ষ্যে ধর্মরাজ ও বজ্রাঙ্গবলী-র পুজোও (Worship of Dharmaraj & Bahrangwali) করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় সংগঠন সচিব ভাবনা শর্মা (Vawna Sharma, Organising Secretary), রাষ্ট্রীয় সচিব তুলসীদাস মিশ্র (Tulsidas Mishra, National Secretary), পশ্চিমবঙ্গের প্রদেশ অধ্যক্ষা কিরণ শর্মা, (Kiran Sharma, State President of W.B.) সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

Comments