মেটাভার্স প্রযুক্তির সহায়তায় এ বছর অভিনবত্বের ছোঁয়া লাগতে চলেছে কোলকাতার দুর্গাপুজোয়


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৬ সেপ্টেম্বর '২২):- 'মেটাভার্স প্রযুক্তি' (Metaverse Technology)-র সহায়তায় এ বছর অভিনবত্বের ছোঁয়া লাগবে কোলকাতার দুর্গাপুজোয়।
'মেটাফর্ম অ্যাণ্ড এক্সপি অ্যাণ্ড ডিল্যাণ্ড' (Metaform & XP&DLAND)-এর সহযোগিতায় দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ সেন্ট্রাল, আহিরীটোলা সর্বজনীন এবং টালা প্রত্যয়-এর মণ্ডপে থ্রী ডি যাদুর পরশ পাবেন দর্শকবৃন্দ।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 'মেটাফর্ম'-এর সহ প্রতিষ্ঠাতা সুকৃত সিং (Co-founder Sukrit Singh) জানিয়েছেন, "মেটাভার্স হল এমন একটা ডিজিট্যাল দুনিয়া, যেখানে ভার্চুয়াল ও আগমেন্টেড দুনিয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমের সহায়তায় বাস্তব দুনিয়ার মতই পৃথক একটা জগৎ বানানো হয়।
উৎসাহী দর্শকগণ চোখে ভার্চুয়াল রিয়েলিটি কিট (Virtual Reality Kit) লাগিয়ে পৌঁছে যাবেন ত্রিমাত্রিক জগতে। প্রযুক্তিবিদগণ একেই মেটাভার্স ওয়ার্ল্ড (Metaverse World) বলে চিহ্নিত করেছেন।
আমরা এই বছর কোলকাতার চারটে পুজো মণ্ডপে এই প্রযুক্তি প্রদর্শন করছি, আগামী বছর ১০০ পুজো মণ্ডপে এই প্রযুক্তি প্রদর্শনের ইচ্ছা রয়েছে।
মনের ভক্তি আর আধুনিক প্রযুক্তির মধ্যে মেলবন্ধন করার লক্ষ্যেই আমাদের এই অভিনব প্রয়াস।" 

Comments