শতাধিক ব্যক্তির হাতে পুজোর বস্ত্র ও খাদ্য তুলে দিল সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ সেপ্টেম্বর '২২):- মহালয়ার পুণ্য তিথিতে প্রয়াত সায়ন্তনী অধিকারী-র স্মরণে শতাধিক অন্ধ ব্যক্তির হাতে পুজোর নতুন পোশাক, উপাদেয় খাদ্য ও জুতো তুলে দিল 'সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন' (Sayantani Adhikari Foundation)।

'রামকৃষ্ণ মন্দির বীরশিবপুর'-এর আয়োজনে কোলকাতার হেদুয়া পার্ক (Hedua Park, Kolkata)-এ 'কোলকাতা পৌরনিগম'-এর ২৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী গুপ্তা (Menakshi Gupta, Councillor Word No. 27 KMC) এবং 'হোলি চাইল্ড ইন্সটিটিউট'-এর অধ্যক্ষা সিস্টার রোশনী (Sister Roshni, Principal, Holy Child Institute) সহ একাধিক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বলে রাখা ভালো 'করোনা অতিমারী' (Corona Pandemic)-র সময় ২৯ জুলাই ২০২০ সায়ন্তনী অধিকারী মাত্র ২৩+ বছর বয়সে না ফেরার দেশে চলে যায়।
অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, সায়ন্তনী-র বাবা তথা 'সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন'-এর সভাপতি বিদ্যুৎবরণ অধিকারী (Bidyut Baran Adhikari, President, Sayantani Adhikari Foundation) জানান, "মেয়ের স্মৃতিকে অমর করে রাখার জন্যে আমাদের এই প্রয়াস।"
অপরদিকে সায়ন্তনী-র মা তথা ফাউণ্ডেশন-এর সহাধ্যক্ষা সুদক্ষিণা অধিকারী (Vice President Sudakshina Adhikari) অশ্রুসিক্ত নয়নে জানিয়েছেন, "রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০ জন অন্ধ ব্যক্তি সহ আরো ২০ জনের হাতে পুজোর নতুন পোশাক, খাদ্য ও জুতো তুলে দেওয়া হয়েছে।"

Comments