অলাভজনক ধর্মীয় সংস্থা রূপে কোলকাতার নাগরিকদের ধর্মীয় শিক্ষা নেবার আমন্ত্রণ জানাল ওয়াননেস


হীরক মুখোপাধ্যায় 
কোলকাতা (২২ সেপ্টেম্বর '২২):- অলাভজনক ধর্মীয় সংস্থা রূপে কোলকাতার নাগরিকদের ধর্মীয় শিক্ষা নেবার আমন্ত্রণ জানাল 'ওয়াননেস' (Oneness)।
সংস্থার কর্ণধার হরিৎ রত্ন (Harit Ratna) আজ ১২ সি, ক্যামাক স্ট্রীট-এর এক বহুতল ভবনের চারতলার এক কক্ষে সাংবাদিক সম্মেলন করার সময় লিখিত বিবৃতির মাধ্যমে এই তথ্য পরিবেশন করেন।

লিখিত বিবৃতির বয়ান অনুযায়ী, সপ্তাহের প্রতি শনিবার বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই ধর্মীয় শিক্ষাদান কর্মসূচী চলবে।

লিখিত বিবৃতি-র বয়ান অনুযায়ী, নারী সশক্তিকরণ-এর লক্ষ্যে হরিৎ রত্ন একদিকে ওড়িশা-র কটকে যেমন বেশ কিছু মহিলাকে দলবদ্ধ করে হস্তচালিত তাঁত চালাতে উদ্বুদ্ধ করেছেন, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গে 'দৃষ্টি' খুচরা বিপনী শৃঙ্খলা (Drishti, the retail stores chain)-র মাধ্যমে নারী সমাজকে অর্থনৈতিক প্রগতির পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন।

ভোজন বিনা যেমন ভজন-এ মন বসে না, ঠিক তেমনই সংসারের শ্রীবৃদ্ধি না হলে যে আত্মাকে চেনার মতো ধ্যান বা বিচার বিমর্ষ সম্ভব নয়, এটা বুঝেই ধর্মীয় নেতা হয়েও 'হরিৎ রত্ন'-র এহেন ঘোরতর অর্থনৈতিক কারবারে লিপ্ত হয়ে পড়া।

ছাপানো প্রেস বিবৃতি-র মাধ্যমে ধর্মীয় সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "গীতার ধর্মীয় তত্ত্বের আলোকে ধর্মীয় আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, যোগশিক্ষা, স্পর্শ ও আত্মিক সচেতনতা বৃদ্ধি, জীবন শৈলী শিক্ষা এই শিক্ষা কার্যক্রমের মূল সূচী।" 

Comments