কোলকাতা ও হাওড়ার দশটা পুজো এবার পাবে শারদ সেরা শিরোপা : স্বস্তিকা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২১ সেপ্টেম্বর '২২):- " 'ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট প্রাঃ লিঃ' (Friendzz Media Entertainment Pvt. Ltd.) এবং 'ইনার আই' জন সম্পর্ক (Inner Eye Public Relations) সংস্থার সৌজন্যে এ বছর হাওড়া ও কোলকাতা জেলার ১০ টা সেরা পুজো ১০ টা ভিন্ন ভিন্ন বিভাগে 'শারদ সেরা শিরোপা' (Sharad Sera Shiropa) পাবে", বলে জানিয়েছেন 'ইনার আই' জন সম্পর্ক সংস্থার ব্যাবস্থাপক নির্দেশক স্বস্তিকা রায় (M.D., Inner Eye P.R., Swastika Roy)।
আজ কোলকাতা প্রেস ক্লাব (Kolkata Press Club)-এ এক সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন (Press Conference) করে স্বস্তিকা এই কথা জানান।

'শারদ সেরা শিরোপা'-র আয়োজক দুই সংস্থার পক্ষে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট তালবাদ্য বিশারদ ও সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, প্রযোজক রাজীব গোলচা, লেখক অনির্বান মিত্র সহ 'বেভেল' সংস্থার প্রবন্ধক চৈতালী দাস এবং 'বেভেল'-এর প্রধান (কার্যক্রম) সুরজিৎ সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মঙ্গল দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংবাদিক সম্মেলন শুরু করে 'ফ্রেণ্ডজ মিডিয়া এন্টারটেনমেন্ট প্রাঃ লিঃ'-এর তরফে অন্যতম নির্দেশক শুভজিৎ বোস (Director Shuvajit Bose) জানান, "এই বছর প্রথম দেওয়া হচ্ছে 'শারদ সেরা শিরোপা' সম্মান। আমরা প্রাথমিক ভাবে ১০০ টা বারোয়ারি পুজো-কে সম্মানের জন্য চয়ন করেছি। তৃতীয়া ও পঞ্চমী তিথিতে আমাদের বিচারকগণ এই পুজো মণ্ডপগুলো দর্শন করে ১০০ টা পুজো থেকে প্রথম পর্যায়ে ৩০ টা পুজোকে চিহ্নিত করবেন মূল পর্বের জন্য, পরবর্তী সময়ে ওই ৩০ টা পুজো থেকে ১০ টা পুজোকে বেছে নিয়ে তাদের হাতে এ বছরের 'শারদ সেরা শিরোপা' তুলে দেওয়া হবে।"


আজকের সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 'শারদ সেরা শিরোপা' সম্মানের পোস্টারও উন্মোচন করা হয়।
সাংবাদিক সম্মেলনে 'ইনার আই'-এর তরফে স্বস্তিকা রায় জানান, "আমরা কোনো পুজো আয়োজকদের কাছ থেকে যেমন কোনো অর্থমূল্য নিচ্ছি না, তেমনই পারিতোষিক রূপে কোনো অর্থও দেব না। সার্বিক স্বচ্ছতার লক্ষ্যে সম্মাননা রূপে শুধুমাত্র একটা স্মারক ও শংসাপত্র দেওয়া হবে।"

Comments