প্রীতি জৈন এন্টারটেনমেন্টের উদ্যোগে কোলকাতায় হয়ে গেল এক বর্ণময় সৌন্দর্য্য প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১১ সেপ্টেম্বর '২২):- প্রীতি জৈন এন্টারটেনমেন্ট (Prity Jain Entertainment)-এর আয়োজনে আজ কোলকাতার এক ব্যয়বহুল হোটেলে হয়ে গেল 'স্টাইল রানওয়ে বেঙ্গল' (Style Runway Bengal) নামাঙ্কিত এক বর্ণময় সৌন্দর্য্য প্রতিযোগিতা (Beauty Contest)।

সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজক গোষ্ঠী এবং অংশগ্রহণকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের আব্দারে এদিন রাম্পে হেঁটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সর্বাপেক্ষা বর্ণময় ব্যক্তিত্ব, রাজনেতা তথা বিধায়ক মদন মিত্র (Madan Mitra, MLA)।


রাম্পে হাঁটার আগে মদন মিত্র সংবাদমাধ্যমকে জানান, "যতদূর শুনেছি প্রীতি সমাজের পিছিয়ে পড়া সমাজের প্রতিভাবান কম বয়েসী ছেলেমেয়েদের জীবনের এক বিশেষ দিকে এগিয়ে দেওয়ার জন্য এই নিয়ে পরপর দুবার সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজন করছে। আমি ওর সফলতা কামনা করছি। 
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই সময়ে পশ্চিমবঙ্গের মোট শিক্ষিত যুবক যুবতীদের ২৫ শতাংশ কোনো না কোনোভাবে সৌন্দর্য্য জগতের সাথে জড়িত। 
আমি প্রীতিকে অনুরোধ করব, ভবিষ্যতে এই অনুষ্ঠানকে আরো বড়ো আকার দিয়ে 'ইনডোর স্টেডিয়ম'-এ করতে।"

মদন মিত্র ছাড়াও আজ সৌন্দর্য্য প্রতিযোগিতায় সস্ত্রীক উপস্থিত ছিলেন বিশিষ্ট তালবাদ্য বিশারদ ও সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ, শর্মিলা ব্যানার্জি, দেবলীনা মুখার্জি, পারিজাত চক্রবর্তী সহ আরো অনেকে।

প্রীতি জৈন এন্টারটেনমেন্ট-এর তরফে সৌন্দর্য্য প্রতিযোগিতার আয়োজক প্রীতি জৈন (Prity Jain) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আজকের সৌন্দর্য্য প্রতিযোগিতায় মহিলা বিভাগে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৩ জন, এর মধ্যে ৩ জন পুরোদস্তুর পেশাদার। অন্যদিকে পুরুষ বিভাগে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ৯ জন, এর মধ্যে ২ জন সম্পূর্ণরূপে পেশাদার।"
প্রীতি আরো জানান, "অদূর ভবিষ্যতে বৃদ্ধাবাসে থাকা বয়স্ক ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য কাজ করতে চায় আমাদের সংস্থা।"

Comments