স্বাধীনতা দিবসে গাছের চারা লাগালেন অভিনেত্রী মধুমিতা সরকার


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৫ অগস্ট '২২):- স্বাধীনতা দিবস (Independence Day)-এর পবিত্র মুহুর্তে পরিবেশে ফুল ও ফলের চারাগাছ লাগিয়ে আজ 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করলেন 'টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রী' (Tollywood Film Industries)-র অন্যতম চলচ্চিত্রাভিনেত্রী (Film Actress) মধুমিতা সরকার (Madhumita Sarkar)।

আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করে তিনি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে বেরিয়ে পড়েন বৃক্ষরোপণ করতে।
বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করার ফাঁকে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মধুমিতা জানান, "অক্সিজেনের আর এক নাম প্রাণবায়ু। প্রাকৃতিক ভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রাণবায়ুর অন্যতম প্রধান উৎস বিভিন্ন ধরনের গাছ। স্বাধীনতা দিবসে দেশবাসীকে একদম বিনামূল্যে পরিবেশ বান্ধব কিছু দেওয়ার তাগিদে এটা আমাদের সামান্য এক প্রয়াস।"

প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় উৎসবের পবিত্র মুহুর্তে দেশবাসী আজ বিভিন্ন কল্যাণকর কাজে মেতে উঠেছেন। সমাজের বিভিন্ন স্তরে কেউ অসুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ করেছেন, কেউ আবালবৃদ্ধবনিতাদের পোশাক বিতরণ করেছেন তো কেউ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবীদের মধ্যে শিক্ষণ সামগ্রী বিতরণ করেছেন।


Comments