আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে কোলকাতায় ক্রিকেট প্রতিযোগিতা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৫ অগস্ট '২২):- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে দেশ বিভিন্ন ভাবে পালন করছে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav)।

আনন্দ মুখরিত এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলতে 'আমহার্স্ট স্ট্রিট প্রিমিয়ার লিগ' (Amherst Street Premiere League) সংক্ষেপে 'এপিএল' (APL) নামাঙ্কিত দুদিনের এক ক্রিকেট প্রতিযোগিতা হয়ে গেল কোলকাতা (Kolkata)-য়। 

'এপিএল'(APL)-এর তরফ থেকে ধীরাজ নন্দী (Dheraj Nandi) জানিয়েছেন, "১৩ তম বর্ষ (13th Years)-র এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট চারটে দল (4 Teams) অংশগ্রহণ করেছিল। ৬ জন খেলোয়াড় নিয়ে তৈরী প্রত্যেক দলই লিগ পর্যায়ে অপরের বিরুদ্ধে আট ওভার (8 Overs)-এর দুটো করে মোট ছটা খেলা খেলেছিল।লিগ পর্যায়ের পর ছিল সেমিফাইনাল ও ফাইনাল খেলা।" 

দুদিন ধরে ক্রিকেট প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন সময় প্রতিযোগিতা স্থল পরিদর্শন করে যান কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্ত (Suparna Dutta), চিনু হাজরা, সঞ্জয় রায়, বুলবুল সাউ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

Comments