জন্মাষ্টমী উপলক্ষ্যে লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের হাতে তৃষ্ণার জল ও ওষুধ তুলে দিল ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২০ অগস্ট '২২):- যত ধরণের সেবা আছে তার মধ্যে মানব সেবাই যে শ্রেষ্ঠ সেবা, আবার তার নিদর্শন রাখল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন' (West Bengal Oxygen Foundation)।
পবিত্র জন্মাষ্টমী উপলক্ষ্যে কোলকাতা ও ব্যারাকপুর থেকে গঙ্গাজল নিয়ে 'লোকনাথ ব্রহ্মচারী' (Loknath Brhmachari)-র মূর্তিতে জলাভিষেক করতে যাওয়া শ্রদ্ধালু ভক্তদের হাতে বাতাসা সহ তৃষ্ণার জল ও প্রয়োজনীয় ওষুধ তুলে দিল 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'।


১৮ অগস্ট সন্ধ্যা থেকে ১৯ অগস্ট ভোর পর্যন্ত 'চাকলা' (Chakla) ও কচুয়া (Kachua) ধামের উদ্দেশ্যে এগিয়ে চলা লোকনাথ ব্রহ্মচারী-র সাধারণ ভক্তদের হাতে পরিশুদ্ধ পানীয় জল, বাতাসা এবং অসুস্থ ভক্তদের হাতে গ্যাস, ব্যথার বিভিন্ন প্রকারের ওষুধ, মলম ও স্প্রে তুলে দিল সমাজসেবী এই সংস্থা।


'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর সেটলর কালিদাস কর্মকার (Kalidas Karmakar) ও অছি পরিষদের অন্যতম সদস্য তথা সাধারণ সম্পাদক সৌম্য দলুই (Soumya Dolui) সশরীরে হাজির থেকে পুণ্যার্থীদের হাতে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেন।


এর পাশাপাশি সংগঠনের অন্যতম সদস্য রাখাল বৈদ্য (Rakhal Baidya)ও পথশ্রমে কাতর এবং আহত নরনারীকে প্রয়োজনীয় ম্যাসাজ (Massage) করে তাঁদের ক্লান্তি ও ব্যথা অপনোদনের চেষ্টা করেন।

একটানা দশ ঘণ্টার বেশি পরিষেবা দেওয়ার পর 'ওয়েস্ট বেঙ্গল অক্সিজেন ফাউণ্ডেশন'-এর কর্ণধার কালিদাস কর্মকার জানিয়েছেন, "শ্রীকৃষ্ণ ও লোকনাথ ব্রহ্মচারী-র জন্মতারিখ একই দিনে। দুজনেই ভারতের ধর্মীয় পরিমণ্ডলে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁদের জন্মদিন উপলক্ষ্যে মানুষের জন্য সামান্য কিছু সেবা করতে পেরে আমরা ধন্য।" 

Comments