আজাদি কা অমৃত মহোৎসব-এর অঙ্গ রূপে সেজে উঠল কোলকাতা

 

হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৫ অগস্ট '২২):- ৭৫ বর্ষপূর্তি শেষে ৭৬ তম বর্ষে পদার্পণ করল ভারতের স্বাধীনতা। স্বাধীনতার এই বিশেষ মুহূূূূর্তকে স্মরণীয় করে রাখত প্রধানমন্ত্রীর আহ্বানে সমগ্র দেশই বিভিন্ন ভাবে পালন করছে 'আজাদি কা অমৃত মহোৎসব'।

উৎসবের অঙ্গ রূপে স্বাধীনতা দিবসের কদিন আগে থেকেই কোলকাতার কিছু দর্শনীয় স্থানের সাথে সাথে বিভিন্ন নামজাদা সংস্থাও তাদের কার্যালয় তথা ব্যবসা ক্ষেত্রকেও বৈদ্যুতিক বাতির সাহায্যে তিন রঙে রাঙিয়ে ফেলেছে।


জাতীয় পতাকা (National Flag)-র আদলে তিন রঙ (Tri Colour)-এ সেজে উঠেছে কোলকাতার অন্যতম পরিচায়ক হাওড়া ব্রিজ (Howrah Bridge)।


কোলকাতার অন্যতম সেরা হোটেল আই টি সি রয়েল বেঙ্গল (ITC Royal Bengal)।


ঘড়ির মোড়-এর বিখ্যাত ঘড়ি স্তম্ভ (Clock Tower)।


অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, কোলকাতা (Appollo Multispeciality Hospital, Kolkata)-র বহুতল ভবন সহ একাধিক সৌধ ও কার্যালয়।


Comments