ইউজিসি-র অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের তালিকায় কোলকাতার দুই শিক্ষা প্রতিষ্ঠান


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৬ অগস্ট '২২):- পশ্চিমবঙ্গের ২ টো বিশ্ববিদ্যালয় সহ দেশের ২১ টা বিশ্ববিদ্যালয়কে অস্বীকৃত বিশ্ববিদ্যালয় (Unauthorized University) বলে ঘোষণা করল 'বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ' (University Grant Commission) সংক্ষেপে ইউজিসি (UGC)।

ইউজিসি-র সচিব (Secretary of UGC) রজনীশ জৈন (Rajnish Jain) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য সামনে এনেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ২১টা প্রতিষ্ঠানের মধ্যে কলকাতার চৌরঙ্গী রোডের 'ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন' (Indian Institute of Alternative Medicine), এবং বৃহত্তর কোলকাতার অন্তর্গত দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুরের 'ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ' (Institute of Alternative Medicine & Research)-এর নামও রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, অল্টারনেটিভ মেডিসিন নিয়ে পড়াশোনা করলে এমবিবিএস (এএম) [MBBS (AM)], এবং এমডি (এএম) [MD(AM)] ডিগ্রি সহজেই পাওয়া যায়।
তবে মজার বিষয় হল, এইসব স্বঘোষিত বিশ্ববিদ্যালয় থেকে কেউ এমবিবিএস (এএম) পাশ করলেও তিনি কাউকে মৃত্যুর শংসাপত্র দিতে পারেন না।
অতীতে এই সব অস্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে রাজ্য তথা দেশের উচ্চ পদস্থ বিভিন্ন আমলা, মন্ত্রী, রাজনৈতিক নেতানেত্রীদের পাশাপাশি অনেক সেবানিবৃত্ত বিচারকদের ছবিও প্রকাশ্যে এসেছিল।

পশ্চিমবঙ্গের দুই স্বঘোষিত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল ও পুদুচেরী-র ১ টা করে বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে, তেমনি উঠে এসেছে ওড়িশা-র ২ টো, উত্তরপ্রদেশ-এর ৪ টে এবং দিল্লী-র ৮ টি বিশ্ববিদ্যালয়ের নাম।

ইউজিসি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদনহীন এই বিশ্ববিদ্যালয়গুলো কোনোটাই 'ইউজিসি'-র নিয়ম মেনে চলে না।

Comments