নাগরিক সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে নাগেরবাজারে খুলল সুস্বাস্থ্যের ঠিকানা


হীরক মুখোপাধ্যায় 

দমদম (৩১ অগস্ট '২২):- উৎসব মরশুমের প্রাক মুহুর্তে সমৃদ্ধি তথা সৌভাগ্যের দেবতা সিদ্ধিদাতা গণেশ-এর বাৎসরিক আরাধনার বিশেষ দিনে স্থানীয় জনগণের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার নাগেরবাজার থানা এলাকার অধীন ৩০৪, গোরক্ষবাসী রোড-এ খুলে গেল 'সুস্বাস্থ্যের ঠিকানা' [Suswasther Thikana (Wellness Clinic)]।

সংস্থার ঘোষিত বিবৃতি অনুযায়ী, "এই ঠিকানায় একই ছাদের তলায় ডাক্তারি চেম্বার, ডায়েট কার্ডিও, ফিজিওথেরাপি, যোগা মেডিসিন, ডান্স ওয়ার্কআউট, সাইকোলজিক্যাল কাউন্সেলিং সহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ পরিচর্যাও মিলবে।"

ডাঃ সৈকত সাহা (কসমেটোলজিস্ট), ডাঃ কে বিশ্বাস (কার্ডিওলজিস্ট), ডাঃ ডি জে সিনহা (কনসালট্যান্ট পেডিয়াট্রিশিয়ান)-র উপস্থিতিতে আজ জনসাধারণের জন্য খুলে গেল 'সুস্বাস্থ্যের ঠিকানা'।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, "প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এখান থেকে পরিষেবা পাবেন প্রত্যাশী জনগণ।"


পেশাগত জীবনে ডায়েটিশিয়ান (Dietitian) হলেও 'সুস্বাস্থ্যের ঠিকানা' নামাঙ্কিত প্রতিষ্ঠানে 'ওয়েলনেস কোচ' (Wellness Coach) রূপে নিজেকে চিহ্নিত করেছেন এই সংস্থার অন্যতম কর্ণধার সোনালি ঘোষ (Sonali Ghosh)।
জনগণের জন্য এই কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়ে যাওয়ার পর শ্রীমতী ঘোষ আজ জানান, "একই ছাদের তলায় এখানে চিকিৎসকের পরামর্শ, পথ্যের পরামর্শ, যোগ, ফিজিওথেরাপি সহ নৃত্যেরও তালিম পাবেন আগ্রহী ব্যক্তিগণ। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে মনরোগীদের সাথে সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও বিশেষ যত্ন সহকারে পরিষেবা দেওয়া হবে।"

Comments