কোলকাতার সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শুরু হয়ে গেল বিনায়ক চতুর্থী


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৩০ অগস্ট '২২):- 'সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর পরিচালনায় গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেল এই বছরের 'বিনায়ক চতুর্থী'-র মহোৎসব।

'বিনায়ক চতুর্থী'-কে উপলক্ষ্য রেখে গতকাল সন্ধ্যায় স্থানীয় জনগণ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে হর্ষোল্লাসের সাথে ৬৭, কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর 'সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর গণেশ পুজো-র উদ্বোধন হয়ে গেল।

এলাকার বিধায়ক অশোক দেব, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, কোলকাতা পৌরনিগম-এর তিন জনপ্রতিনিধি সুপর্ণা দত্ত, সাধনা বোস ও রাজেশ সিনহা-র উপস্থিতিতে গতকাল সন্ধ্যায় আক্ষরিক অর্থেই পূজা প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দ মুখরিত।


সংগঠন প্রদত্ত তথ্য অনুযায়ী, উদ্বোধনী মুহুর্তে রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তি রূপে উপস্থিত ছিলেন 'সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব'-এর সভাপতি পিয়াল চৌধুরী, বিশিষ্ট পুজো সংগঠক প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা, সঞ্জয় রায়, বুলবুল সাউ, রাজা ভট্টাচার্য, সঞ্জীব আচার্য, গোপাল সাহা, প্রদীপ কর, রোহিত দাস, রাজীব জয়সোয়াল-কৌশিক বসাক, গৌরাঙ্গ মজুমদার, বিনোদ চৌধুরী, প্রিয়াঙ্ক পাণ্ডে-র মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব-এর সভাপতি পিয়াল চৌধুরী জানিয়েছেন, "গতকাল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে, আজ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আগামীকাল রীতি রেওয়াজ মেনে বিনায়ক বন্দনা তথা পুজোর পাশাপাশি, ১ সেপ্টেম্বর মহাভোগ পরিবেশন করা হবে। ২ তারিখ সন্ধ্যা জাগরণ পর্ব সমাপ্ত হওয়ার পরের দিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আগামী ৪ সেপ্টেম্বর গণেশ মূর্তির নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হবে।"

Comments