সৌরভের হাত ধরে এবার অনলাইন সোনা কেনাবেচার ব্যাবসায় এগোলো সেনকো


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৬ অগস্ট '২২):- 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস' (Senco Gold & Diamonds)-এর অনলাইন সোনা কেনাবেচার প্ল্যাটফর্ম (https://mydigigold.com)-এ আজ থেকে ভারতবর্ষের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন দলপতি তথা বর্তমানে বিসিসিআই-এর সভাপতি (President of BCCI) সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-কে প্রচারক রূপে দেখা যাবে।


সৌরভ গাঙ্গুলী-কে সামনে রেখে 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস' তিনটে আলাদা আলাদা বিজ্ঞাপনী প্রচার দৃশ্য তাঁদের নিজস্ব ওয়েবসাইটে আপলোড করেছে।
আরব্য রজনী-র 'আলিবাবা ও চল্লিশ চোর' গল্পের ছায়া অবলম্বনে প্রথম প্রচার দৃশ্যে যেমন দেখা যাবে সৌরভকে, তেমনই 'সোনার রাজহাঁস' খ্যাত গল্পের ছায়া অবলম্বনে সৌরভ-কে দিয়ে দ্বিতীয় প্রচার দৃশ্যও সর্বজনের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে ছেড়েছে 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'। আবার 'পরশপাথর'-এর ছায়া অবলম্বনে তৈরী তৃতীয় বিজ্ঞাপনী প্রচারেও সৌরভকে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

যদিও প্রত্যেক বিজ্ঞাপনী প্রচারের শেষে প্রাক্তন 
ভারত অধিনায়কের একটাই বার্তা -- "সোনা পাওয়ার 
জন্য এত ঘুরপথে কেন যাবেন, যখন আপনি সেনকো 
ডিজি গোল্ড-এ সহজেই সোনা কিনতে পারবেন !"

এ প্রসঙ্গে বলে রাখা ভালো, ২০১৫ সাল থেকে 'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'-এর 'ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর' (Brand Ambassador) রূপে চিহ্নিত আছেন সৌরভ গাঙ্গুলী।

নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে সৌরভ গাঙ্গুলী আজ বলেন, "নতুন প্রচার নিয়ে আমি আশাবাদী। আশাকরি অনলাইনে সোনার লেনদেন সম্পর্কে তথ্যপূর্ণ ধারণা দেবে এই বিজ্ঞাপনী প্রচার।"

'সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস'-এর ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (MD & CEO) শুভঙ্কর সেন (Shuvankar Sen) জানিয়েছেন, "আমরা আজ থেকে প্রায় এক বছর আগে আমাদের 
ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের সোনা কেনা (Purchase), বিক্রি (Sale) বা জমা অর্থকে নগদে পরিবর্তন (Redeem)-এর জন্য ডিজিট্যাল প্ল্যাটফর্ম রূপে ডিজি গোল্ড চালু করেছিলাম।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা সম্পূর্ণ নিরাপত্তা ও বীমার সাথে কেনাবেচা করতে পারবেন।"

ফিল্ম ১ - আলী বাবার চরিত্রে সৌরভ:
 https://youtu.be/Zyn2rgGqqW0

ফিল্ম ২ - সৌরভ এবং সোনার রাজহাঁস: 
https://youtu.be/MsRW4aYYgIk

ফিল্ম ৩ - দ্য টাচস্টোন/পরশপাথরের সাথে সৌরভ: 
https://youtu.be/MsRW4aYYgIk

Comments