রণি রায়-এর স্মরণে আলোকচিত্র প্রদর্শনী


হীরক মুখোপাধ্যায় 
কোলকাতা (২১ অগস্ট '২২):- স্বনামধন্য আলোকচিত্রী রণি রায় (Roni Roy)-এর স্মরণে 'বিশ্ব আলোকচিত্র দিবস' (World Photography Day) উপলক্ষ্যে 'আনন্দ চিত্রম' ও 'বৃন্দাবন মাতৃ মন্দির'-এর উদ্যোগে ১৯ অগস্ট কোলকাতার মানিকতলা অঞ্চলের সুকিয়া স্ট্রিট (Sukia Street, Maniktala)-এর শ্রীমানী বাড়ি (Shreemani House)-তে হয়ে গেল এক আলোকচিত্র প্রদর্শনী।

দুই আয়োজক সংস্থার তরফ থেকে যৌথভাবে জানানো হয়েছে, "৮ ম বর্ষের এই চিত্র প্রদর্শনী সেজে উঠেছে পেশাদার থেকে মোবাইল ফোনের মাধ্যমে দৃশ্যগ্রহণ করা ৩৫ জন আলোকচিত্র শিল্পীর ১০০ টা ছবি নিয়ে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ পাল, প্রেমাঙ্কুর শ্রীমানী, প্রতিম ব্যানার্জি, শিবেন্দু মিত্র, দ্বীপ ঘোষ চৌধুরী, প্রমিত ব্যানার্জি, অনামিকা ঘোষ এবং ঋষভ শ্রীমানি ছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যাক্তি।


Comments