সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করতে হবে : শ্যামল সেন


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৫ অগস্ট '২২):- "শুধু ধুমধাম করে জাতীয় পতাকা উত্তোলন করলেই হবে না, আগে দেশের সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করতে হবে; নচেৎ এই অনুষ্ঠানের কোনো তাৎপর্য থাকবে না," বলছিলেন কোলকাতা উচ্চ ন্যায়ালয় (Calcutta High Court) ও এলাহাবাদ উচ্চ ন্যায়ালয় (Allahabad High Court)-এর পূর্বতন মুখ্য ন্যায়াধীশ (Ex Chief Justice) তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (Former Governor, Government of WB) শ্যামলকুমার সেন (Shyamal Kumar Sen)।

মন্টু দাস (বাঘা)-এর স্মরণে কোলকাতার 'নরসিং স্পোর্টিং ক্লাব' (Narsing Sporting Club) আয়োজিত এক রক্তদান শিবিরে এসে অনুষ্ঠানের উদ্বোধক রূপে জাতীয় পতাকা উত্তোলন করে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল উপরের কথা বলেন।

শ্রী সেন আজ বিরক্তি সহকারে আরো বলেন, "নিত্যপ্রয়োজনীয় বস্তুর দাম সমানে বেড়েই চলেছে, সাধারণ মানুষের নাজেহাল অবস্থা; অথচ এ বিষয়ে কারো কোনো হেলদোল নেই। রাজনৈতিক দলের নেতানেত্রীদের অবিলম্বে ঝগড়া বন্ধ করে নতুনভাবে দেশ গড়ার কথা ভাবতে হবে।"

আজ অনুষ্ঠান মঞ্চে শ্যামলকুমার সেন আসার পর তাঁকে সংস্থার পক্ষ থেকে বরণ করে নেন কোলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চৌধুরী (Soma Chowdhury)।

পরে একে একে মঞ্চে আসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (MP Sudip Bandyopadhyay), বিধায়ক তাপস রায় (MLA Tapash Roy), তৃণমূল কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি (Sanjoy Bakshi) এবং স্মিতা বক্সি (Smita Bakshi), কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা দত্ত (Suparna Dutta) সহ কোলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী (Piyal Chowdhury), ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি অরুন হাজরা (Arun Hazra) সৌম্য বক্সি (Soumya Bakshi), সঞ্জয় রায় (Sanjoy Roy), প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা (Prabandha Roy) প্রমুখ ব্যক্তিবর্গ। 


'নরসিং স্পোর্টিং ক্লাব'-এর পক্ষ থেকে অনুষ্ঠানের আহ্বায়ক (Convenor) পিন্টু দাস (Pinttu Das) জানান, "১৩ তম বর্ষে পদার্পণ করল আমাদের এই রক্তদান উৎসব। 'পিপলস ব্লাড ব্যাঙ্ক'-এর তরফ থেকে আজ রক্ত সংগ্রহ করা হচ্ছে।"
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী রক্তদান শিবিরে মোট ৬৮ জন নরনারী রক্তদান করেন, এদের মধ্যে পুরুষ ছিলেন ৫১ জন ও নারী ছিলেন ১৭ জন।

Comments