মুক্তি পেল শ্রুতিনন্দনের মিউজিক ভিডিও ধন ধান্য পুষ্প ভরা


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৩ অগস্ট '২২):- গতকাল এক সংক্ষিপ্ত অথচ গুরুগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে দ্বিজেন্দ্রলাল রায় (Dwijendra Lal Roy)-এর লেখা বহুশ্রুত 'ধন ধান্য পুষ্প ভরা' (Dhana Dhanya Pushpa Bhara) গানের মিউজিক ভিডিও প্রকাশ করল কোলকাতার অন্যতম প্রসিদ্ধ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান 'শ্রুতিনন্দন' (Shrutinandan)।

সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা পদ্মভূষণ (Padmabhusan) পণ্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajoy Chakrabarty), বিশিষ্ট তালবাদ্য বিশারদ পণ্ডিত বিক্রম ঘোষ (Pandit Bikram Ghosh), পণ্ডিত তন্ময় বোস (Pandit Tanmoy Bose) সহ 'শ্রুতিনন্দন'-এর অধ্যক্ষা চন্দনা চক্রবর্তী (Smt. Chandana Chakrabarty) ও সঙ্গীত নির্দেশক অঞ্জন চক্রবর্তী (Anjan Chakrabarty)।


'শ্রুতিনন্দন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে, "সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান রূপে স্বতন্ত্রতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশমাতৃকাকে এভাবেই গানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানাল শ্রুতিনন্দন।" 
প্রসঙ্গত উল্লেখ্য, স্বতন্ত্রতার হীরক জয়ন্তী বর্ষে 'শ্রুতিনন্দন' নিজেদের রজতজয়ন্তী বর্ষে পদার্পণ করল।

Comments