শহীদ দিবসের প্রাক্কালে সিম্ফনি মিউজিক থেকে মুক্তি পেল সুপর্ণার সঙ্গীত অর্ঘ্য বলো জনগণ সবে


হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (১৯ জুলাই '২২):- ২১ জুলাই 'শহীদ দিবস'-এর প্রাক্কালে 'পশ্চিমবঙ্গ সরকার'-এর সমবায় মন্ত্রী (MIC Dept. of Co-operative, Govt. of WB) অরূপ রায় (Arup Roy)-এর হাত ধরে 'সিম্ফনি মিউজিক' (Symphony Music) থেকে প্রকাশিত হল কণ্ঠ সঙ্গীত শিল্পী সুপর্ণা কুমার (Suparna Kumar)-এর লঘু সঙ্গীত 'বলো জনগণ সবে' (Bolo Jonagan Sabe)।

গীতিকার সুরঞ্জন দে-র কথায় ও সান্তন চ্যাটার্জি-র সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সামাজিক প্রকল্পগুলোর জয় ঘোষ করে গীত হয়েছে এই গান।

'কোলকাতা প্রেস ক্লাব'-এ আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন রাগা মিউজিক কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড (Raga Music Communications Pvt. Ltd.)-এর অন্যতম নির্দেশক প্রেমকুমার গুপ্তা (Director Prem Kumar Gupta), অভিনেতা মানস সেন চৌধুরী, সঙ্গীতা সান্যাল সহ বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিগণ।

সমবায় মন্ত্রী-র হাত ধরে 'রাগা মিউজিক'-এর ছত্রছায়ায় চালিত 'সিম্ফনি মিউজিক'-এর ইউটিউবে মুক্তি পেল 'বলো জনগণ সবে'।
সঙ্গীত মুক্তি-র পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই গানের কণ্ঠশিল্পী সুপর্ণা কুমার জানান, "যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন এই গানও থাকবে।"

Comments