অভিনয় করতে আমার বেশ ভালোই লাগে : ঋক


 হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৮ জুলাই '২২):- বাংলা চলচ্চিত্র জগতে উল্কাবেগে প্রবেশ করতে চলেছে এক ক্ষুদে শিল্পী। অল্প বৃষ্টিতে জলে ডোবা কোলকাতা আর সাইক্লোন প্রবণ কাঁথির সম্মিলিত শক্তিতে শক্তিমান এই ক্ষুদে তার ৭ বছরের মধ্যে ৩ টা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে সাফল্যের সঙ্গে অভিনয় করে এবার একটা টেলিফিল্মে পা রাখতে চলেছে।

'ছোট প্যাকেট অথচ বড়ো ধামাকা'-র ক্ষমতা সম্পন্ন এই শিশু শিল্পীর নাম ঋক দাস (Rik Das)। রাজকুমার দাস নির্মিত 'এক দিনের স্বাধীনতা' নামাঙ্কিত স্বল্প দৈর্ঘ্যের এক চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় প্রবেশ করে ঋক। তারপর একে একে করে ফেলেছে বেশ কয়েকটা ছবি। 
অভিজিৎ সান্যাল নির্দেশিত কাহিনীচিত্র 'উড়তে চাই'-তে ঋক শিশুশিল্পী রূপে অভিনয় করলেও তা এখনো মুক্তি পায়নি।
'উড়তে চাই'-এর কাজ শেষ করে সুমিত বিঞ্জলা নির্দেশিত স্বল্প দৈর্ঘ্যের ছবি 'চরিত্রহীন'-এ অভিনয় করে ঋক।
এর পর মীর রজ্জাক-এর স্বল্প দৈর্ঘ্যের ছবি 'চিন্তাধারা' শেষ করার পর এবার বৈদ্যনাথ দাস নির্দেশিত টেলিফিল্ম 'চরিত্র'-তে কাজ করতে চলেছে ঋক দাস।


নতুন ছবিতে অভিনয়ের প্রাক্কালে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে ঋক জানিয়েছে, "অভিনয় করতে আমার বেশ ভালোই লাগে। আউটডোর শ্যুটিংয়ের জন্য কত জায়গা ঘোরা হয়, কত রকমের পোশাক পরতে হয়, রকমারি সাজগোজ করতে হয়, কত লোকের সাথে পরিচয় হয়।" 

Comments