১ হাজার জন সেরা আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পড়ার জন্য ১০ হাজার টাকা করে স্কলারশিপ দেবে আর আর কাবেল

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (৮ জুলাই '২২):- "১ হাজার জন আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পড়ার জন্য ১০ হাজার টাকা করে স্কলারশিপ দেবে 'আর আর কাবেল'," বলে ঘোষণা করলেন 'আর আর গ্লোবাল' (R R Global)-এর নির্দেশক কীর্তি কাবরা। 
বলে রাখা ভালো, 'আর আর গ্লোবাল'-এর ছত্রছায়ায় চালিত হয় 'আর আর কাবেল' (R R Kabel)।

'আর আর কাবেল'-এর ঘোষণার অন্তর্নিহিত শর্ত অনুযায়ী যে যে কারণে একজন আবেদনকারী স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবে তা হল :-
👉 আবেদনকারী-র অভিভাবককে ইলেকট্রিশিয়ান হতে হবে।
👉 আবেদনকারীর অভিভাবক বা অভিভাবকবৃন্দকে 'আর আর কাবেল'-এর সাথে নথিবদ্ধ হতে হবে।
👉 আবেদনকারীকে এই বছর মাধ্যমিক বা সমতুল্য অন্য বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
👉 আবেদনকারীকে প্রথমবার পরীক্ষায় বসে প্রথমবারেই ১০ম শ্রেণীর পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
👉 আবেদনকারীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে ১০ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে 'আর আর গ্লোবাল'-এর নির্দেশক কীর্তি কাবরা জানিয়েছেন, " শিক্ষিত ভারত গড়ার লক্ষ্যে 'আর আর গ্লোবাল'-এর 'মিশন রোশনী'-র অঙ্গ রূপে 'আর আর কাবেল' সাথে সম্পর্ক রাখা ইলেকট্রিশিয়ানদের সন্তানদের ভবিষ্যতের গড়ার লক্ষ্যে এই স্কলারশিপ দেওয়া হবে। এই স্কলারশিপ দেওয়ার জন্য 'আর আর কাবেল'-এর খরচ হবে ১ কোটি টাকারও বেশি।"

'আর আর গ্লোবাল'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "বাণিজ্যিক সংস্থার সামাজিক দায়িত্ব-র অঙ্গ রূপে 'আর আর গ্লোবাল' ২০২০ সালের জানুয়ারিতে 'মিশন রোশনী' (Mission Roshni) শুরু করে। কোম্পানির এই প্রচেষ্টা শিক্ষা, ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য এবং স্থায়ী সমাধানের প্রতি নিবেদিত।
'আর আর গ্লোবাল'-এর লক্ষ্য হল, উন্নয়ন এবং ব্যক্তিগত সমৃদ্ধি, প্রতিভার লালন, প্রযুক্তির সাহায্যে ক্ষমতাবান ব্যক্তিদের সমর্থন করা এবং ভবিষ্যতের নেতা হতে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক রূপান্তর ঘটানো।"

Comments