রাম সীতার মূর্তি প্রতিষ্ঠিত হল কোলকাতায়

  



হীরক মুখোপাধ্যায় 


কোলকাতা (১০ জুলাই '২২):- উল্টোরথ-এর পাবন মুহূর্তে কোলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিট (PathuriyaGhat Street, Kolkata)-এর 'গন্ধেশ্বরী মন্দির' (Gandheswari Temple)-এ হর্ষোল্লাসের সাথে মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম, সীতা মাইয়া ও লক্ষ্মণ-এর ভব্য মূর্তি প্রতিষ্ঠিত হল।

'পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় চিন্তা সংঘ' (Pt. Deen Dayal Uppadhyay Chinta sangha)-র মহিলা শাখার প্রদেশ অধ্যক্ষ (State President) কিরণ শর্মা (Kiran Sharma)-র ঐকান্তিক উদ্যোগে গতকাল এই মহৎ অনুষ্ঠান সম্পন্ন হয়।


মূর্তি প্রতিষ্ঠার ধর্মীয় আচার সমাপ্ত হওয়ার পর কিরণ শর্মা জানান, " যে কোনো কারণে বর্তমানে পশ্চিমবঙ্গের নব প্রজন্মের যুবক যুবতীরা মন্দির বিমুখ হয়ে পড়েছেন। বিভিন্ন মন্দিরে ভক্ত সমাগম কম হওয়ার কারণে পুজো অর্চনাও সেভাবে হচ্ছে না, বর্তমান প্রজন্ম রামসীতা-র পূজার্চনা করতেও অনেক ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন। পশ্চিমবঙ্গে পুনরায় ব্যাপকভাবে রামলালা-র পুজো শুরু করার জন্যই এই দিব্য বিগ্রহের প্রতিষ্ঠা করা হল।"

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কিরণ শর্মা আশা প্রকাশ করেছেন, "রামলালা ও সীতামাইয়া-র কৃপায় ভারত তথা পশ্চিমবঙ্গ অতি সত্বর কোরনা মুক্ত হবে।"


Comments