সৌরভের মুখাবয়বের আদলে স্বর্ণমুদ্রা তৈরী করল সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস



হীরক মুখোপাধ্যায়
কোলকাতা (৯ জুলাই '২২):- গতকাল অর্থাৎ ৮ জুলাই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দলপতি তথা বর্তমানে বিসিসিআই-এর সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-র জন্মদিন। এই দিন সৌরভ গাঙ্গুলী ৫০ বছরে পা দিলেন।

সৌরভের ৫০ তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে 'সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস' (Senco Gold & Diamonds) প্রকাশ করলো সৌরভের মুখাবয়বের আদলে স্বর্ণমুদ্রা (Gold Coin)।

উৎসব মুখর মুহুর্তে 'সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস'-এর তরফ থেকে ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (MD & CEO) শুভঙ্কর সেন (Shuvankar Sen) এবং নির্দেশক (Director) জয়িতা সেন (Jaita Sen) একযোগে জানান, "২৪ ক্যারেট (24Kt.) সোনায় বানানো এই স্বর্ণমুদ্রার এক পিঠে রয়েছে সৌরভের নাম সহ মুখাবয়ব ও অন্যদিকে লেখা রয়েছে সৌরভের জন্ম তারিখ ও ৫০ তম বর্ষ।"

প্রসঙ্গত বলে রাখা ভালো, ২০১৬ সাল থেকে 'সেনকো গোল্ড এণ্ড ডায়মণ্ডস'-এর সাথে ব্যবসায়িক স্বার্থে জড়িত রয়েছেন সৌরভ গাঙ্গুলী।

Comments