আগামী ১০ বছরে ৩ গুণ ইস্পাত উৎপাদন বাড়াতে চায় ভারত


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১৩ জুলাই '২২):- আগামী ১০ বছরে আজকের তুলনায় ৩ গুণ ইস্পাত (Steel) উৎপাদন বাড়াতে চলেছে ভারত, এমনই আভাস পাওয়া গেল আজ কোলকাতায় হয়ে যাওয়া সেকেণ্ডারি স্টীল উৎপাদকদের বাণিজ্যের ব্যবসা বৃদ্ধি (Business Growth in Trade for Secondary Steelmakers)-র উপর মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সম্মেলন (CEO Meet) থেকে।
'মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রী' (Merchants' Chamber Of Commerce & Industry) সংক্ষেপে 'এমসিসিআই' (MCCI) ও 'স্টীল সিনারিও' (Steel Scenario)-র যৌথ উদ্যোগে কোলকাতায় আজ এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

প্রারম্ভিক আলোচনায় 'এমসিসিআই'-এর অধ্যক্ষ (President of MCCI) ঋষভ সি কোঠারি (Rishabh C Kothari), 'বোম্বে স্টক এক্সচেঞ্জ'-এর মুখ্য ব্যবসায়িক আধিকারিক (Chief Business Officer of BSE) সমীর পাতিল (Samir Patil), ভারত সরকারের ইস্পাত মন্ত্রক-এর জয়েন্ট প্ল্যান্ট কমিটি-র কার্যনির্বাহী সচিব (Executive Secretary, Joint Plant Committee, Ministry of Steel, Government of India) রঞ্জন বন্দ্যোপাধ্যায় (Ranjan Bandyopadhyay) বা কোলকাতা-র শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mookherjee Port, Kolkata)-এর উপ অধ্যক্ষ (Dy. Chairman) সম্রাট রাহি (Samrat Rahi)-রা ঘুরেফিরে দেশের স্বাভিমান ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতে অধিক পরিমাণে ইস্পাত উৎপাদনের উপরেই বক্তব্যের চক্রব্যূহ রচনা করেছেন।


উপরোক্ত বক্তারা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলতে চেয়েছেন, "ভারতীয় অর্থনীতিতে একটা উল্লেখযোগ্য অবদান রাখে ইস্পাত। এই মুহূর্তে দেশের জিডিপি (GDP)-র দুই শতাংশ (2%) যোগান দেয় ইস্পাত। বর্তমানে ইস্পাত উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে ভারত। শুধু তাই নয় কোরোনা পরবর্তী সময়ে ভারত থেকেই ইস্পাত কিনেছে চীন।
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি-র লক্ষ্যে আগামী ১০ বছরে ১১৮ মিলিয়ন টন থেকে ৩০০ মিলিয়ন টন স্টীল উৎপাদন করতে চায় ভারত।"

'এমসিসিআই' ও 'স্টীল সিনারিও'-র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান একদিকে যখন 'আত্মনির্ভর ভারত' কর্মসূচীর অধীন 'ইস্পাত উৎপাদন'-এ দেশকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে, ঠিক তখন একটা কঠোর সত্য বাণিজ্যিক মহলের শীর্ষ কর্তাদের কুড়ে কুড়ে খাচ্ছে।
এই মুহূর্তে চীন ভারত থেকে যে মানের ইস্পাত ক্রয় করে, তার থেকে অধিক উন্নতমানের ইস্পাত চীন থেকে কিনে আনে ভারত। বিশ্বকাপ ক্রিকেট বা বিশ্বকাপ ফুটবল-এর আগে এর জ্বলন্ত নিদর্শন পেয়েছে দেশবাসী।
এই পরিস্থিতিতে অনেকেই বুঝতে পারছেন না নিম্নমানের ইস্পাত উৎপাদন বাড়িয়ে আখেরে কী লাভ হবে দেশের !

'বোম্বে স্টক এক্সচেঞ্জ' এর তরফ থেকে চীফ বিজনেস অফিসার সমীর পাটেল যদিও পৃথকভাবে বলেন, "যাঁরা সেকেণ্ডারী স্টিল ম্যানুফ্যাকচারার্স রূপে ব্যবসা করছেন কী করলে তাঁদের ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে সেটাই এই সম্মেলনের অন্যতম মূল লক্ষ্য।"

বলে রাখা ভালো, আজকের এই কনফারেন্সে পূর্ব ভারতের প্রায় ষাট জন সেকেন্ডারি স্টিল মেকার উপস্থিত ছিলেন।





Comments