কম্প্রিহেন্সিভ পেইন ক্লিনিক চালুর কথা ঘোষণা করল অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস

হীরক মুখোপাধ্যায়

কোলকাতা (৯ জুলাই '২২):- 'পেইন ফাউণ্ডেশন ডে' কে উপলক্ষ্য করে সর্বসাধারণের জন্য 'কম্প্রিহেন্সিভ পেইন ক্লিনিক' (Comprehensive Pain Clinic) পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল 'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস' (Apollo Multispeciality Hospitals)-এর কোলকাতা (Kolkata) শাখা।

আজ কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সম্মিলিত ভাবে এই ঘোষণা করেন 'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস'-এর চিকিৎসা পরিষেবার নির্দেশক (Director Medical Services) ডাঃ সুরিন্দর সিং ভাটিয়া (Dr. Surinder Singh Bhatia), ব্যথার চিকিৎসক (Pain Physician) ডাঃ দেবাঞ্জলি রায় (Dr. Debanjali Ray), স্পাইন সার্জারি বিভাগের নির্দেশক (Director Spine Surgery) ডাঃ আবরার আহমেদ (Dr. Abrar Ahmed), অ্যানেসথেসিওলজি পেরিওপেরাটিভ মেডিসিন অ্যাণ্ড পেইন বিভাগের একাডেমিক কো-অর্ডিনেটর (Academic Co-Ordinator, Dept. of Anesthesiology Perioperative Medicine & Pain) ডাঃ সৈকত সেনগুপ্ত (Dr. Saikat Sengupta) এবং মেডিক্যাল অনকোলজি বিভাগের নির্দেশক ( Director Medical Oncology) ডাঃ পি এন মহাপাত্র (Dr. P. N. Mahapatra)।

ব্যথা শুধু কোনো রোগের উপসর্গ নয়, বরং এটাও একধরনের বিশেষ রোগ। তাই রোগের উপসর্গ হিসেবে নয় বরং ব্যথাকেই অন্যতম রোগ হিসেবে চিকিৎসা করলে ক্যানসার, হাড় সংক্রান্ত বিবিধ রোগ, স্নায়ু সংক্রান্ত কিছু রোগ, বাত ও অন্যান্য অনেক রোগাক্রান্ত রোগীরাই অনেক বেশি সুস্থ থাকতে পারেন।

'অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস'-এর কোলকাতা শাখার বিভিন্ন বিভাগের শীর্ষ চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, "শুধুমাত্র ব্যথাটার উপর জোর দিয়ে চিকিৎসা করলেই কিছু রোগী অনেকক্ষেত্রেই অস্ত্রোপাচার ছাড়াই অনেকদিন বেশ সুস্থ থাকতে পারেন।"

প্রসঙ্গত বলে রাখা ভালো, ১৯৮৪ সালের ৯ জুলাই কতিপয় চিকিৎসক মিলে গঠন করেন 'ইণ্ডিয়ান সোসাইটি ফর স্টাডি অব পেইন' (Indian Society for Study of Pain) সংক্ষেপে আই এস এস পি (ISSP)। সংস্থার গোড়াপত্তনের এই দিনটাই পরবর্তীতে 'পেইন ফাউণ্ডেশন ডে' (Pain Foundation Day) রূপে চিহ্নিত হয়।

Comments