রক্তের সঙ্কট মেটাতে স্বেচ্ছায় রক্তদান করলেন ইম্পার সদস্যগণ

হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (১০ জুলাই '২২):- গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে, 'মহানায়ক স্মরণে' আজ স্বেচ্ছায় রক্তদান শিবির পরিচালনা করল 'ইস্টার্ন ইণ্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন' (Eastern India Motion Picture Association) সংক্ষেপে ইম্পা (EIMPA)-র সদস্য-সদস্যাগণ।

প্রসঙ্গত বলে রাখা ভালো, মহানায়ক উত্তম কুমার ৫৩ বছর বয়সে ১৯৮০ সালের ২৪ জুলাই মারা গিয়েছিলেন।

নবনির্বাচিত 'ইম্পা' সভাপতি (President of EIMPA) পিয়া সেনগুপ্ত (Piya Sengupta)-র উদ্যোগে অনুষ্ঠিত আজকের রক্তদান শিবির পরিদর্শন করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিগণ। 
  
'ইম্পা' পরিচালিত রক্তদান শিবিরে এসে রক্তদাতাদের উদ্বুদ্ধ করেন বরিষ্ঠ তৃণমূল নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, কোলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার, বিশিষ্ট সমাজসেবী স্বরূপ বিশ্বাস, মোহনবাগান স্পোর্টিং ক্লাব-এর সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত, অভিনেতা বনি সেনগুপ্ত, অনুপ সেনগুপ্ত ও দিগন্ত বাগচী সহ একাধিক প্রোথিতযশা ব্যক্তিবর্গ।

'ইম্পা'-র তরফ থেকে জানানো হয়েছে, "মোট ৫৩ জন রক্তদাতা আজ রক্তদান করেছেন।"




Comments