পাটনা শহরে প্রথম কারেন্সী চেস্ট খুলল বন্ধন ব্যাঙ্ক


 নিজস্ব প্রতিনিধি (বিশ্ব দর্পণ)

পাটনা (২৮ জুলাই '২২):-'ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক' (Reserve Bank of India)-এর আঞ্চলিক পরিচালক (Regional Director) সঞ্জীব দয়াল (Sanjib Dayal) কে সাথে নিয়ে আজ বিহার (Bihar)-এর পাটনা শহরের (Patna)-র দিদারগঞ্জ রোড (Didarganj Road)-এ 'বন্ধন ব্যাঙ্ক' (Bandhan Bank)-এর প্রথম কারেন্সী চেস্ট (Currency Chest)-এর উদ্বোধন করলেন 'বন্ধন ব্যাঙ্ক'-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (Founder, Managing Director & Chief Executive Officer) চন্দ্রশেখর ঘোষ (Chandra Sekhar Ghosh)।

কারেন্সী চেস্ট উদ্বোধন করার পর 'বন্ধন ব্যাঙ্ক'-এর পক্ষ থেকে চন্দ্রশেখর ঘোষ জানিয়েছেন, "শহরে ব্যাঙ্কের শাখা, বিভিন্ন এটিএম এবং মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজেজ (Micro, Small, Medium Enterprises) সংক্ষেপে এম এস এম ই (MSME) ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা তথা নগদ ব্যবস্থাপনা (Cash Management)-য় সাহায্য করার লক্ষ্যে বিহার-এর পাটনা শহরের দিদারগঞ্জ রোড-এ এই 'কারেন্সি চেস্ট' স্থাপন করা হল।"

প্রসঙ্গত উল্লেখ্য, 'বন্ধন ব্যাঙ্ক'-এর শাখা ও এটিএমগুলোর যখনই কাগজী মুদ্রার প্রয়োজন হবে তখনই এই 'কারেন্সী চেস্ট' থেকে কাগজী মুদ্রা সরবরাহ করা হবে।






Comments