গ্রামীণ ব্যক্তিদের সহযোগিতা নিয়ে দেড় মাসে চেক ড্যাম নির্মাণ করে দেখাল অম্বুজা সিমেন্ট লিমিটেড


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২৫ জুলাই '২২):- গ্রামীণ ব্যক্তিদের সহযোগিতা নিয়ে মাত্র দেড় মাসে চেক ড্যাম (Check Dam) নির্মাণ করে দেখাল 'অম্বুজা সিমেন্ট লিমিটেড' (Ambuja Cement Limited)।

পশ্চিমবঙ্গ (State West Bengal)-র মুর্শিদাবাদ জেলা (District Murshidabad)-র ফরাক্কা ব্লক (Block Farraka)-এ অবস্থিত কালনোই (River Kalnoi) নদীর উপর এই চেক ড্যাম নির্মাণ করেছে 'অম্বুজা সিমেন্ট লিমিটেড'।

'অম্বুজা সিমেন্ট লিমিটেড'-এর তরফ থেকে ব্যাবস্থাপক নির্দেশক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (MD & CEO) নীরজ আখৌরী (Neeraj Akhoury)জানিয়েছেন, "সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ অধিবাসীদের সহযোগিতা নিয়ে মাত্র ৪৫ দিনে এই চেক ড্যাম নির্মাণ করা সম্ভব হয়েছে।
এই চেক ড্যাম স্থানীয় ৬ টা গ্রামকে আগামী ৭৫ বছর ধরে জল সরবরাহ করবে।
এই চেক ড্যাম নির্মাণের ফলে একদিকে যেমন ১০ হাজার পরিবার জমিতে সেচের জল পেয়েছে, তেমনই ১৫০ হেক্টর জমিতে এবার থেকে বহুফসলী চাষাবাদ করা সম্ভবপর হবে।"
 

'অম্বুজা সিমেন্ট লিমিটেড'-এর তরফ থেকে আরো জানানো হয়েছে, "সংস্থার ৪ সদস্যের এক কারিগরী দল ওখানকার বৃষ্টিপাতের তথ্য, আকস্মিক বন্যার সম্ভবনা সহ অন্যান্য যাবতীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করার পর প্রথমে এই চেক ড্যাম-এর নকশা তৈরি করেন। 
পরবর্তীতে স্থান নির্বাচন করে শুরু হয় চেক ড্যাম-এর নির্মাণ কার্য। 
৯১ হাজার ঘণ মিটার (91,000 Cubic metres) জলধারণ ক্ষমতা সম্পন্ন এই চেক ড্যাম-এ ১০ টা গেট (10 Gates) সহ ২ টো পাতন গেট (2 Distillery Gates) আছে।
কালনোই নদীর তলদেশের ঢাল (Gradient) খুব কম হওয়ার ফলে এই চেক ড্যাম ১০ কিলোমিটার উজানে জল সঞ্চয় করতে পারে। উদ্বোধনের কয়েক মাস বাদেই এই চেক ড্যাম কালনোই নদীকে পুনর্জীবিত করতে সক্ষম হয়েছে।"





 

 

 




 



 



 



Comments