কোলকাতায় কেবিন ক্রু নিয়োগ করতে চলেছে এয়ার এশিয়া ইণ্ডিয়া


হীরক মুখোপাধ্যায় 

কোলকাতা (২২ জুলাই '২২):- গ্রাহক পরিষেবা নিশ্চিত করার জন্য দিল্লি, বেঙ্গালুরু, পুনে, দেরাদুন এবং লখনউ এর পর 'এয়ার এশিয়া ইণ্ডিয়া' (Air Asia India) কর্তৃপক্ষ এবার কোলকাতায় 'কেবিন ক্রু' (Cabin Crew) নিয়োগ অভিযান পরিচালনা করতে চলেছে।

বিমান সংস্থা ইতিমধ্যে তার নিজস্ব সামাজিক যোগাযোগ হ্যান্ডেলগুলোর মাধ্যমে আবেদনকারীদের উদ্দেশ্যে নিবন্ধনের আমন্ত্রণ জানিয়েছে৷

কবে কোথায় কীভাবে নিয়োগ সম্পন্ন হবে :-

বিমান সংস্থার ঘোষণা অনুযায়ী,
👉 যে সকল প্রার্থী অনলাইনে মাধ্যমে নিজেদের নাম নিবন্ধন করতে চাইবেন তাঁদের ২৩ জুলাই বিকেল ৫ টার মধ্যে নিবন্ধন সমাপন করতে হবে।

👉 'নভোটেল কলকাতা - হোটেল অ্যাণ্ড রেসিডেন্স', সিএফ 11, অ্যাকশন এরিয়া 1সি নিউ টাউন, রাজারহাট, কলকাতা, পশ্চিমবঙ্গ 700156 এই ঠিকানায় আগামী রবিবার (২৪ জুলাই ২০২২) নিয়োগ সংক্রান্ত প্রাথমিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
👉 একই ঠিকানায় চূড়ান্ত পর্বের নিয়োগ প্রক্রিয়া হবে সোমবার (২৫ জুলাই ২০২২)।

প্রার্থীর আবশ্যিক যোগ্যতা :-

● প্রার্থীকে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল (১০ + ২) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
● প্রার্থীর ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
● প্রার্থীর বৈধ ভারতীয় পাশপোর্ট থাকতে হবে।
● পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরই নির্ধারিত উচ্চতা (Hight), শরীর সংক্রান্ত অন্যান্য মাণদণ্ড (Body Mass Index) যথাযথ থাকতে হবে।


রেজিস্ট্রেশন লিঙ্ক :-

airasia.co.in/jointhecrew

নিয়োগ পরবর্তী প্রশিক্ষণ পর্ব :-

যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হবেন তাদেরকে সঠিকভাবে কেবিন নিরাপত্তা এবং পরিষেবা সরবরাহ করার জন্য ১০০দিনের ট্রেনিং দেওয়া হবে এবং তার সাথে স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে।
কিউরেটেড কারিকুলাম দক্ষতা এবং কার্যকরী প্রশিক্ষণের উপর জোর দেওয়া হবে, যার মধ্যে রয়েছে-
● গ্রুমিং
● গ্রাহক কেন্দ্রীকতা এবং যোগাযোগ
● এভিয়েশন সিকিউরিটি
● বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং
● ভয়েস এবং উচ্চারণ প্রশিক্ষণ
● নিরাপত্তা এবং জরুরী হ্যান্ডলিং পদ্ধতি
● ডোর অপারেশন,
● ইভাকুয়েশন স্লাইড,
● ডিচিং এবং ফায়ার ড্রিলের জন্য ব্যবহারিক ড্রিল
● প্রাথমিক চিকিৎসা
● সেবা প্রদান

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর ধাপে ধাপে কঠোর প্রশিক্ষণ নির্বাচিত প্রার্থীদের পেশাদার ক্রু সদস্য হওয়ার জন্য একটি ভূমিকা পালন করবে।

দিল্লিতে ড্রিল সেশনের সাথে বেঙ্গালুরুতে এয়ারলাইনের অত্যাধুনিক রেড উইংস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণের শেষে, একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নব নিযুক্ত ব্যক্তিদের উইংস প্রদান করা হবে।

Comments